Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জনসংযোগ নিয়ে

রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হরেক কলেজে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্স এবং জেনারেল কোর্স  হিসেবে পড়া যায়।

শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ০৫:২০
Share: Save:

প্রশ্ন: দ্বাদশ শ্রেণিতে হিউম্যানিটিজ় নিয়ে পড়েছি। ভবিষ্যতে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাই। স্নাতক কোর্স কোথায় করা যায়? উচ্চশিক্ষার সুযোগ কেমন? আর কী ধরনের কাজের সুযোগ মেলে?

পাপিয়া দাস, বেহালা

স্নাতক স্তরে

রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হরেক কলেজে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্স এবং জেনারেল কোর্স হিসেবে পড়া যায়। যেমন,

• সাউথ ক্যালকাটা গার্লস কলেজ

http://southcalcuttagirlscollege.com/

• মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ

www.mmccollege.co.in

• জয়পুরিয়া কলেজ

www.sajaipuriacollege.in

• সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন

www.sncwcal.ac.in

• মুরলীধর গার্লস কলেজ

www.muralidhargirlscollege.org

• চারুচন্দ্র কলেজ

www.charuchandracollege.ac.in

• দমদম মতিঝিল কলেজ

www.dumdummotijheelcollege.in

• ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ

https://brsnc.in

• নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ

www.rbccollege.ac.in

পানিহাটি কলেজ

www.pmv.ac.in ইত্যাদি।

ভর্তি

স্নাতক স্তরে মূলত দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই ভর্তি হওয়া যায় বিভিন্ন কলেজে। এ ছাড়া বেশ কিছু বেসরকারি কলেজেও বিষয়টি পড়ানো হয়। পাস-এ কী বিষয় নেবে তা অনেকখানি নির্ভর করে সংশ্লিষ্ট কলেজের উপর। মূলত সংস্কৃত,

দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান

নেওয়া যায়।

স্নাতকোত্তর

স্নাতক স্তরের পরে কলিকাতা www.caluniv.ac.in, যাদবপুর www.jaduniv.edu.in, রবীন্দ্রভারতী www.rbu.ac.in, বর্ধমান www.buruniv.ac.in-এর মতো রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এম এ পড়তে পারে ছাত্রছাত্রীরা। স্নাতক স্তরে ভর্তির জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষা না থাকলেও, স্নাতকোত্তর স্তরে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে হয় প্রায় সব প্রতিষ্ঠানেই। যদি কেউ দেশ-বিদেশের খবর রাখে, কারেন্ট অ্যাফেয়ার্স-এ ওয়াকিবহাল থাকে, ভাল লিখতে পারে, তা হলে এই পরীক্ষায় তার অসুবিধে হওয়ার

কথা নয়।

আর রাজ্যের বাইরে অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই বিষয়টি পড়ানো হয়। যেমন,

• কেআইআইটি বিশ্ববিদ্যালয়

http://ksmc.kiit.ac.in

• অসম বিশ্ববিদ্যালয় শিলচর

www.aus.ac.in/masscommunication.html

• তেজপুর বিশ্ববিদ্যালয়

www.tezu.ernet.in/dmass/

• নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি শিলং

https://nehu.ac.in/department/13/Journalism-and-Mass-Communication

• রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয় ইটানগর

https://www.rgu.ac.in

• ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

www.tripurauniv.in

• মিজোরাম বিশ্ববিদ্যালয়

www.mzu.edu.in

• গুরু গোবিন্দ সিংহ ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়

www.ipu.ac.in

• পঞ্জাব বিশ্ববিদ্যালয় পাটিয়ালা

www.punjabiuniversity.ac.in ইত্যাদি।

এ ছাড়া এই বিষয়ে ডিপ্লোমা কোর্সও পড়ানো হয়।

• দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনে www.iimc.nic.in-এ যেমন রেডিয়ো অ্যান্ড টিভি জার্নালিজ়ম, অ্যাডভার্টাইজ়িং অ্যান্ড পাবলিক রিলেশনস ছাড়াও হিন্দি, উর্দু, ওড়িয়া এবং ইংরেজি ভাষায় জার্নালিজ়ম নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা পড়ানো হয়।

• পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কমিউনিকেশনস পড়া যায় মাইকা আমদাবাদে www.mica.ac.in-এ।

• চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজ়মে www.asianmedia.org.in জার্নালিজ়ম ছাড়াও বিজ়নেস অ্যান্ড ফিনানশিয়াল জার্নালিজ়মে স্নাতকোত্তর ডিপ্লোমা পড়া যায়।

স্পেশালাইজ়েশন

স্নাতকোত্তর স্তরে পড়ার সময় এখানে স্পেশালাইজ়েশন করা যায় অ্যাডভার্টাইজ়িং, পাবলিক রিলেশনস, স্পোর্টস জার্নালিজ়ম, সায়েন্স জার্নালিজ়ম, কারেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ফিল্ম স্টাডিজ়, হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমস, বিজ়নেস জার্নালিজ়মের মতো হরেক বিষয়ে।

কাজ

সংবাদমাধ্যম, টিভি বা রেডিয়োতে চাকরি ছাড়াও বিভিন্ন অ্যাড এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, কনটেন্ট রাইটিং-এর সংস্থায় কাজ বেছে নেওয়া যায় মাস কমিউকেশন পড়ে। সুযোগ রয়েছে কলেজে শিক্ষকতা করারও।

এ ছাড়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিয়ে যোগ দেওয়া যায় কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Journalism and Mass Communication
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE