Advertisement
১৫ মে ২০২৪

২৪ অগস্ট, ১৯০৮

মহারাষ্ট্রের খেরে জন্মগ্রহণ করেন বিপ্লবী শিবরাম হরি রাজগুরু। ১৯২৮ সালে বিপ্লবী ভগত্ সিংহ ও সুখদেবের সঙ্গে মিলিতভাবে লাহৌরে ব্রিটিশ পুলিশ অফিসার জে পি সন্ডার্সকে হত্যা করেন।

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০০:০৬
Share: Save:

মহারাষ্ট্রের খেরে জন্মগ্রহণ করেন বিপ্লবী শিবরাম হরি রাজগুরু। ১৯২৮ সালে বিপ্লবী ভগত্ সিংহ ও সুখদেবের সঙ্গে মিলিতভাবে লাহৌরে ব্রিটিশ পুলিশ অফিসার জে পি সন্ডার্সকে হত্যা করেন। যা লাহৌর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। সন্ডার্সকে হত্যার দায়ে ১৯৩১ সালের ২৩ মার্চ মাত্র ২৩ বছর বয়সে তাঁর ফাঁসি হয়। তিনি বহু ভারতীয় ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি’র অন্যতম সেরা বন্দুকবাজ ছিলেন। ব্রিটিশ দমনে মহাত্মা গাঁধীর নরমপন্থার থেকে চরমপন্থায় বেশি বিশ্বাসী ছিলেন তিনি। হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন-এর অন্যতম সদস্য প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। দেশবাসীর উপর ব্রিটিশের অত্যাচার ছোটবেলা থেকেই তাঁকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE