সম্পাদনা: বিজন
এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা। শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জয় ভারতের। চিনে আয়োজিত চলতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতল ভারত, সৌজন্যে মহিলা ক্রিকেট দল। বড় ম্যাচে আরও একবার বল হাতে নজর কাড়লেন বাংলার মেয়ে তিতাস সাধু। ২০২২ সালে অ্যান্টিগার স্যর ভিভিয়ান চিচার্ডস স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ব্রিটিশ বধ করেছিল ভারত। তিতাসেরও ছিল ৩ শিকার। দেড় বছরের মাথায় চিনে ভারত বিক্রমেও অবদান রাখলেন চুঁচুড়ার মেয়ে তিতাস। ৪ ওভার হাত ঘুরিয়ে একটা মেডেন। ৬ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট।
এ দিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাটে ওপেনার ব্যাটার স্মৃতি এবং টপ অর্ডার জেমাইমার ব্যাটে ভর করে ১১৬ রান তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৭ রানেই থামে শ্রীলঙ্কা। ১৯ রানে ম্যাচ জিতে স্বর্ণপদকের দাবিদার হয় ভারত। মেয়েদের সোনা জয়ের পর বাংলার আরেক মেয়ে রিচা ঘোষের বাবা নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “মেয়ে (রিচা) প্রথম দিন থেকেই ইতিবাচক মনোভাব রেখেছে। আর আমি নিজেও আত্মবিশ্বাসী ছিলাম, সোনা আমরাই জিতছি। টিমটা ভাল, সোনা পাওয়ারই ছিল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy