Bird flu outbreak in India, how safe is to consume chicken and eggs dgtl
bird flu
আবার ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু? কী করবেন, কী করবেন না, জানালেন বিশেষজ্ঞ
নতুন করে বার্ড ফ্লু-র সংক্রমণ। এইচ৫এন১ হল বার্ড ফ্লু-র সাধারণ রূপ। এইচ৫এন১ ভাইরাস কতটা আতঙ্কের জানাচ্ছেন চিকিৎসক?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩
Share:Save:
অন্ধ্রপ্রদেশে এক জেলাতেই লক্ষাধিক মুরগির মারা যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। অন্ধ্র থেকেই বাংলায় বিপুল পরিমান ডিম ও মুরগি আমদানি হয়। আগামী তিন মাসের জন্য অন্ধ্রপ্রদেশের তিন জেলা থেকে ডিম ও মুরগি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।