Elephant cub were floating, mother rescued in Doaars, Jalpaiguri dgtld
URL Copied
ভিডিয়ো
খরস্রোতা ঘাঠিয়া ঝোরা পার হতে গিয়ে ভেসে যাচ্ছিল হাতির বাচ্চা, উদ্ধারে এগিয়ে এল মা
নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি ২৪ জুন ২০২২ ২১:১৯
ঝোরা পেরিয়ে ঘাঠিয়া চা-বাগানে যাচ্ছিল হাতিদের একটি দল। হঠাৎ পেছনে থাকা হাতির একটা বাচ্চা ওই খরস্রোতা ঝোরায় ভেসে যেতে থাকে। মা হাতি বাচ্চাটিকে উদ্ধার করে সঙ্গে করে নিয়ে যায়। উদ্ধারের সময় মা-সন্তান দু’জনেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।