Advertisement
০২ মে ২০২৪
Rahul Dravid

একশো চল্লিশ কোটির স্বপ্নভঙ্গের কারণ কী? রাহুল দ্রাবিড়ের জবাব, ‘পিচ’

পিচে জলই দেওয়া হয়নি। যার ফলে আশানুরূপ ‘ঘূর্ণিফাঁদ’ তৈরি হয়নি। ফাইনালে স্পিনাররাও সহায়তা পাননি। মত রাহুল দ্রাবিড়ের।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩০
Share: Save:

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে কেন হারল ভারত? বিসিসিআই কর্তাদের প্রশ্নের মুখে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের এক শব্দের উত্তর, ‘পিচ’। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে একচেটিয়া শাসন করেও শেষ পর্যন্ত কেন শিরোপা জেতা হল না? ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘নিয়ন্ত্রক’ জয় শাহ, রাজীব শুক্লদের রাহুল দ্রাবিড়ের জবাব, “আমদাবাদের পিচই হারের কারণ।” লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে ভারত খেলেছিল সেই এক পিচেই ফাইনাল হয়েছে। তবে যে পরিমাণ জল পিচে দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। যার ফলে আশানুরূপ ‘ঘূর্ণিফাঁদ’ তৈরি হয়নি। স্পিনাররাও সহায়তা পাননি। ‘নকআউট’ ম্যাচগুলোতে নতুন ‘পিচ’ তৈরি করে খেলার কোনও রকম বিধি আইসিসি’র নেই। সে ক্ষেত্রে আমদামাদের কিউরেটরের কথায় পুরনো পিচেই খেলা হয়েছে। সেখানে অস্ট্রেলীয় পেস বিভাগ যে সাফল্য পেয়েছে ভারতীয় বোলাররা তা পাননি। পাকিস্তান ম্যাচে ভারত আগে ফিল্ডিং করেছিল। লক্ষ্য তাড়া করেই জয় এসেছিল ভারতের। ফাইনালে হয়েছে ঠিক উল্টোটা। প্যাট কামিন্স টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ব্যাটে রান পেলেও বড় স্কোর করতে ব্যর্থ হন বাকিরা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৪০ রানেই আটকে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে তিন ব্যাটারকে হারিয়েও শেষে ছয় উইকেট হাতে রেখেই ফাইনাল জেতে অস্ট্রেলিয়া। ১৯ নভেম্বরের সেই হারের সপ্তাহ দুই পর মুখ খুললেন রাহুল দ্রাবিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE