Watch video: Actor Jisshu Sengupta appears as Lord Indra in Telugu film Shakuntalam dgtl
Jisshu Sengupta
দক্ষিণের ‘শকুন্তলম’ ছবিতে ইন্দ্রের ভূমিকায় বাংলার যীশু, প্রকাশ্যে এল ছবি
‘অশ্বত্থামা’, ‘ভীষ্ম’, ‘মায়েস্ট্রো’, ‘শ্যাম সিংহ রায়’-সহ বেশ কিছু তেলুগু ভাষার বহু ছবি রয়েছে যীশুর ঝুলিতে। তালিকায় যুক্ত হল ‘শকুন্তলম’।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৪:২৯
Share:Save:
গুণশেখর পরিচালিত তেলুগু ছবি ‘শকুন্তলম’ ছবিতে যীশু সেনগুপ্ত দেবরাজ ইন্দ্রের ভূমিকায়। যীশুর সঙ্গে এই ছবিতে থাকছেন সামান্থা, দেবমোহনের মতো দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতারা। ‘শকুন্তলম’ ছবিতে ইন্দ্রের ভূমিকায় যীশুকে দেখতে উন্মুখ দর্শক।