Advertisement
২৬ এপ্রিল ২০২৪
World Test Championship

জিতল নিউ জ়িল্যান্ড, ফাইনাল খেলবে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত নিশ্চিত। ৭ জুন থেকে ফাইনাল শুরু, দ্য ওভালে এ বার ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদন
ক্রাইস্টচার্চ শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:৪২
Share: Save:

২০২২-২০২৩ ক্রিকেট বর্ষের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, নিজেদের জায়াগা আগেই পাকা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। গাওস্কর-বর্ডার ট্রফির চতুর্থ টেস্টের মীমাংসা হওয়ার আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারতও। সৌজন্যে নিউ জ়িল্যান্ড। চলতি ক্রিকেট বর্ষে পয়েন্ট তালিকা যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে ফাইনালে উঠতে ভারতের একমাত্র বাঁধা ছিল শ্রীলঙ্কা। ফাইনাল খেলতে হলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট জিততেই হত দ্বীপরাষ্ট্রকে। কিন্তু সেটা আর হল না। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টেই হার। ২ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কার স্বপ্নে জল ঢেলে দিলেন কেন উইলিয়ামসন। যার ফলে দ্বিতীয় এবং শেষ, ওয়েলিংটন টেস্ট জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না শ্রীলঙ্কা। অন্যদিকে নিউ জ়িল্যান্ডের জয়ে আমদাবাদ টেস্ট না জিতেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পেয়ে গেল ভারত। এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারত। ৭ জুন থেকে ফাইনাল শুরু, দ্য ওভালে এ বার ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এর আগে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE