Advertisement
০১ মে ২০২৪
Cyclists

‘ভারত মহিলাদের জন্য সুরক্ষিত’, সাইকেল নিয়ে দেশ ভ্রমণে আশা

মধ্যপ্রদেশের সাইকেল-আরোহী আশা মালব্যকে সাইকেল উপহার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ২১:০১
Share: Save:

“দেশের মহিলারা সুরক্ষিত। ভারতে মহিলাদের ক্ষমতায়ন গোটা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত”, এই বার্তা নিয়েই ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন মধ্যপ্রদেশের আশা মালব্য। ১ নভেম্বর নিজের রাজ্য থেকে যাত্রা শুরু করেছেন ২৪ বছরের এই সাইকেল-আরোহী। ১৫০ দিনে ১২টি রাজ্য ঘুরে কলকাতায় এসে পৌঁছেছেন আশা। এখানে থাকছেন রাজভবনে। সারা ভারতের ২৫ হাজার কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করবেন। যার মধ্যে ১১ হাজার ৬০০ কিলোমিটার পথ ইতিমধ্যেই অতিক্রান্ত। কলকাতায় আসার পথে সাইকেল খারাপ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান আশা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সে কথা জানতে পেরে তাঁকে একটি নতুন সাইকেল উপহার দিয়েছেন। এবার এই সাইকেল নিয়েই বাকি ভারত ভ্রমণ করবেন আশা মালব্য। শুক্রবার রাজভবনেই আশাকে সাইকেল উপহার দেন রাজ্যপাল। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং কিংবদন্তি ফুটবলার শ্যাম থাপা। এ দিন রাজ্যপাল ঘোষণা করেন, “আগামী দিনে রাজভবনের উদ্যোগেই একটি দল তৈরি হবে যাঁরা সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করে শান্তির বার্তা বহন করবেন। এর যাবতীয় খরচ বহন করবে রাজভবন।” এখানেই শেষ নয়, সাইকেলকে সুস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার প্রতীক হিসাবেও চিহ্নিত করছেন আনন্দ বোস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE