Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Culvert

কালভার্ট মরণফাঁদ! ভেঙে গেলেও চলছে যাতায়াত, নীরব প্রশাসন

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ঝুমঝুমি থেকে দাদপুরগামী রাস্তার উপরে রয়েছে একটি কালভার্ট। তা মাঝ বরাবর ভেঙে গিয়েই বিপত্তি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
দাসপুর শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২২:১৮
Share: Save:

কালভার্ট যেন মরণ ফাঁদ! তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ৩-৪ টি গ্রামের প্রায় শতাধিক স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষ জন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ঝুমঝুমি থেকে দাদপুরগামী রাস্তার উপরে রয়েছে একটি কালভার্ট। তা মাঝ বরাবর ভেঙে গিয়েই বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ বছর আগে ওই কালভার্টের উপর দিয়ে একটি পণ্যবাহী গাড়ি যাওয়ার সময় তা ভেঙে যায়। বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে কালভার্ট মেরামতের দাবি জানানো হলেও কাজ হয়নি। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র বলেন, ‘‘গ্রামবাসীদের অভিযোগ সত্য। পথশ্রী প্রকল্পে ওই রাস্তাটির কাজ হবে। তখন ওই কালভার্ট মেরামত করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE