Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুরভোট না-করে প্রশাসক কেন, হলফনামা তলব

বিভিন্ন পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা না-করে রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দিয়েছে। এটা সংবিধান-বিরোধী কাজ বলে অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে। জনস্বার্থে দায়ের করা একটি মামলার শুনানিতে শুক্রবার এই অভিযোগ করেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০৩:১৩
Share: Save:

বিভিন্ন পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা না-করে রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দিয়েছে। এটা সংবিধান-বিরোধী কাজ বলে অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে। জনস্বার্থে দায়ের করা একটি মামলার শুনানিতে শুক্রবার এই অভিযোগ করেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়।

নির্বাচনের ব্যবস্থা না-করে কেন পুরসভায় প্রশাসক বসানো হচ্ছে, তা জানিয়ে সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার পরে পাল্টা হলফনামা দিতে হবে মামলার আবেদনকারীকেও।

ওই আইনজীবী জানান, রাজ্যের যে-সব পুরসভায় বোর্ডের মেয়াদ গত জুন-জুলাইয়ে শেষ হয়েছে, সেই সমস্ত পুরসভার নির্বাচন চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত। কিন্তু পুরসভাগুলির নির্বাচন নিয়ে এখনও বিজ্ঞপ্তিই জারি হয়নি বলে এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, ১৮ এপ্রিল কলকাতা পুরসভার নির্বাচন করার জন্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু সেই সময় সিবিএসই পরীক্ষা চলবে। সরকারের তরফে এই বিষয়ে কোনও ভাবনাচিন্তার প্রমাণ মেলেনি।

পুরভোট নিয়ে বারে বারেই মামলা-মকদ্দমা হচ্ছে। রাজ্যের ১৭টি পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়ে গিয়েছে গত জুন-জুলাইয়ে। ওই সব পুরসভায় ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশন গত বছরই আদালতের দ্বারস্থ হয়। সেই সময় রাজ্য সরকার আদালতে জানায়, ১৭টির মধ্যে সাতটি পুরসভাকে নতুন চারটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হবে। তাই সময় দরকার। আদালত আবেদন মেনে নেয়। বাকি ১০টি পুরসভার নির্বাচন চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি করগুপ্ত। মেয়াদ শেষের দিন কয়েক আগে রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা দাখিল করে জানায়, ওই ১০টি-সহ ৯৫টি পুরসভার ভোট আগামী এপ্রিলে করতে চায় তারা। সরকার রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেয়, ১৮ এপ্রিল কলকাতায় এবং ২৫ এপ্রিল বাকি সব পুরসভার ভোট করা যেতে পারে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন নির্দেশ দিয়েছে, পুরভোট নিয়ে এবং পুরসভাগুলিতে প্রশাসক বসানোর ব্যাপারে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। মামলার আবেদনকারীকে পাল্টা হলফনামা পেশ করতে হবে রাজ্যের হলফনামার এক সপ্তাহের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

municipal election affidavit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE