Advertisement
০৩ মে ২০২৪

স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ

চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, এই অভিযোগে দেগঙ্গার বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে সোমবার বেলা ১২টা নাগাদ বিক্ষোভ দেখাল জনতা। এ দিন ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকা এক চিকিৎসককে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। তাঁর গাড়ির চাকার পাম্প বের করে দেওয়া হয়। শেষে পুলিশ এবং বিডিও গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০১:০২
Share: Save:

চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, এই অভিযোগে দেগঙ্গার বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে সোমবার বেলা ১২টা নাগাদ বিক্ষোভ দেখাল জনতা। এ দিন ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকা এক চিকিৎসককে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। তাঁর গাড়ির চাকার পাম্প বের করে দেওয়া হয়। শেষে পুলিশ এবং বিডিও গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিও মানসকুমার মণ্ডল বলেন, ‘‘চিকিৎসক কম থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। ব্লক মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলে আরও চিকিৎসকের ব্যবস্থা করার চেষ্টা করব।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক থাকে না বলে বেশ কিছু দিন থেকে অভিযোগ উঠছিল। এ দিন অসুস্থ মানুষ হাসপাতালে এসে কোনও চিকিৎসককে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় বিক্ষোভ। স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক সূরজ সিংহ বন্যা দুর্গত এলাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সে সময়ে ওই স্বাস্থ্যকেন্দ্র থাকার কথা চিকিৎসক শ্যামল কুণ্ডুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation Health center doctor shymal kundu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE