Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Royal Bengal Tiger

সুন্দরবনে ফের পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল

বাঘটি আস্তে আস্তে জল থেকে উঠে জঙ্গলে ঢুকে পড়ে। আর শুধু চাক্ষুস করাই নয় সেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি পর্যটকরা।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৭
Share: Save:

দীর্ঘ লকডাউনের পর পর্যটনস্থলগুলি খুলে যাওয়া আর সেই সঙ্গে শীতের আমেজ, সব মিলিয়ে সব জায়গায় ভিড় বাড়ছে পর্যটকদের। বাদ নেই সুন্দরবনও। লকডাউনের পর সুন্দরবনে একাধিক বার পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার পীরখালির জঙ্গলে এক দল পর্যটকের ক্যামেরায় ফের ধরা দিল দক্ষিণরায়।

উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে ১০ জন পর্যটকের একটি দল সুন্দরবন বেড়াতে এসেছিল। সোমবার বোটে সুন্দরবনের সুধন্যখালির জঙ্গল লাগোয়া নদীতে ঘুরছিলেন। বেলা ১১টা নাগাদ পীরখালির জঙ্গলের দিকে এগোতেই একটি বাঘকে সাঁতরে নদী পার হতে দেখেন পর্যটকরা। বাঘ দেখতে পেয়েই বোট তার দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা। বাঘটি আস্তে আস্তে জল থেকে উঠে জঙ্গলে ঢুকে পড়ে। আর শুধু চাক্ষুস করাই নয় সেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে এসে এত কাছ থেকে বাঘের দর্শন পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি পর্যটক দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE