Advertisement
২০ মে ২০২৪

তৃণমূলে যোগদান

প্রায় ছ’হাজার বিজেপি এবং আরএসপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন। শনিবার বিকেলে ঝড়খালিতে তৃণমূলের এক জনসভায় বাসন্তীর ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৪ জন পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিজেপি এবং আরএসপি-র কর্মী-সমর্থকেরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ওই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না, সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়ক জয়ন্ত নস্কর-সহ প্রমুখ।

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০০:১১
Share: Save:

প্রায় ছ’হাজার বিজেপি এবং আরএসপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন। শনিবার বিকেলে ঝড়খালিতে তৃণমূলের এক জনসভায় বাসন্তীর ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৪ জন পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিজেপি এবং আরএসপি-র কর্মী-সমর্থকেরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ওই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না, সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়ক জয়ন্ত নস্কর-সহ প্রমুখ।

এ প্রসঙ্গে বিজেপি-র জেলা সভাপতি দেবতোষ আচার্ষ বলেন, ‘‘ওরা আগে আরএসপি-র কর্মী ছিলেন। কেন্দ্রে বিজেপি আসার পর দলে যোগ দিয়েছিলেন। ওদের রাজনৈতিক কোনও মতাদর্শ নেই।’’ বাসন্তীর আরএসপি-র বিধায়ক সুভাষ নস্কর বলেন, ‘‘এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তৃণমূল মিথ্যা মামলায় আমাদের কর্মীদের ভয় দেখিয়ে নিজেদের দলে টানছে।’’ এই অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ঝড়খালির জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছেন। এলাকার মানুষ তা দেখেছেন। তাঁর উপর আস্থা রেখেই সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE