Advertisement
২৯ মে ২০২৪

মণিমেলায় মাতল গ্রাম

সংস্কৃতি, খেলাধূলার মাধ্যমে শরীর গঠন এবং মানসিক সুস্থতার জন্য বসিরহাটের শিকড়া কুলিনগ্রামে ব্রহ্মানন্দ বিদ্যাভবনের মাঠে মণিমালা মহাকেন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত হল ৭৪ তম সারা ভারত শিশু ও কিশোর শরীর প্রশিক্ষণ শিবির।

মণিমেলায় তখন চলছে ছেলেমেয়েদের অনুষ্ঠান। ছবি: নির্মল বসু।

মণিমেলায় তখন চলছে ছেলেমেয়েদের অনুষ্ঠান। ছবি: নির্মল বসু।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৫ ০০:৪৩
Share: Save:

সংস্কৃতি, খেলাধূলার মাধ্যমে শরীর গঠন এবং মানসিক সুস্থতার জন্য বসিরহাটের শিকড়া কুলিনগ্রামে ব্রহ্মানন্দ বিদ্যাভবনের মাঠে মণিমালা মহাকেন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত হল ৭৪ তম সারা ভারত শিশু ও কিশোর শরীর প্রশিক্ষণ শিবির।

বুধবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি, রাজ্যসভার সাংসদ আহম্মদ হাসান ইমরান, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এটিএম আব্দুল্লা রনি, মহকুমাশাসক শেখর সেন-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

মণিমেলার ভাইবোনদের অনুষ্ঠান দেখে অভিভূত উপস্থিত কয়েক হাজার দর্শক। ইদ্রিস আলিকে বলতে শোনা গেল, “বছরের শেষ দিনে এখানে না আসতে পারলে হয় তো শিশুদের এমন সুন্দর অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হতে হত।” উচ্ছ্বসিত সাংসদের কথায়, “শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর মা মণিমেলার সঙ্গে যুক্ত ছিলেন। আজ থেকে আমিও যুক্ত হলাম। এ দিন সংস্থার ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহকুমাশাসক।

পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং অসম থেকে আসা ৩৮১ জন মণি ভাইবোন ৮৫ জন কর্মী, ৪৮ জন শিক্ষক-শিক্ষক, ৩০ জন স্বেচ্ছাসেবী-সহ ৫৪৪ জনকে নিয়ে গত ২৩ ডিসেম্বর শিক্ষক শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিধায়ক রনি। আট দিন ধরে ভোর থেকে রাত পর্যন্ত নানা ড্রিল, প্যারাড, অ্যারোবিক্স, ব্রতচারী, আসন, জিমনাস্টিক, লোকনৃত্যের উপরে প্রশিক্ষণ চলে। ছবি আঁকা, প্রবন্ধ, ক্যুইজ প্রতিযোগিতায় যোগ দেয় পড়ুয়ারা।

সংগঠনের সম্পাদক অসিত মুখোপাধ্যায় এবং ক্রীড়া সচিব অমিত ঘোষ বলেন, “মৌমাছি ছদ্মনামধারী প্রখ্যাত শিশু সাহিত্যিক বিমল ঘোষ এই সংগঠনের পরিকল্পনাকারী ও প্রবর্তক। ঠিকমতো খেলাধূলা করতে না পারা এবং প্রতিবেশী শিশুদের সঙ্গে মেলামেশার অভাবে শিশুরা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছ। তাই আমাদের মূল বক্তব্য, শিশুদের বিকেল ফিরিয়ে দাও।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manimala basirhat southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE