Advertisement
০৬ মে ২০২৪

ফের আসছেন শুভশ্রী, কড়া প্রহরা

আবার আলিপুরদুয়ারে অভিনেত্রী শুভশ্রী। আবার তাই বাড়তি মাথাব্যথা জেলা পুলিশে। মাসখানেকও হয়নি ফালাকাটা কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে হেনস্থার অভিযোগ তুলে মঞ্চ ছেড়ে নেমে গিয়েছিলেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী।

ফালাকাটা কলেজে হেনস্থা শুভশ্রীকে। —ফাইল চিত্র।

ফালাকাটা কলেজে হেনস্থা শুভশ্রীকে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ০২:১০
Share: Save:

আবার আলিপুরদুয়ারে অভিনেত্রী শুভশ্রী। আবার তাই বাড়তি মাথাব্যথা জেলা পুলিশে।

মাসখানেকও হয়নি ফালাকাটা কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে হেনস্থার অভিযোগ তুলে মঞ্চ ছেড়ে নেমে গিয়েছিলেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী। মঞ্চ থেকেই তিনি মাইক্রোফোন হাতে ক্ষোভ উগরে দেন। শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন পড়ে। তাই এ বার আর ‘মুখ পোড়ার’ আশঙ্কাটুকুও রাখতে রাজি নয় প্রশাসন। আলিপুরদুয়ারের সলসলাবাড়িতে ডুয়ার্সে উৎসবে মঙ্গলবার রাতে আসার কথা শুভশ্রীর। তবে ফালাকাটার ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নড়া কজর রাখছেন পুলিশ কর্তারা। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, শুভশ্রীর অনুষ্ঠান ঘিরে কড়া পুলিশ ব্যবস্থা রাখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভশ্রীর অনুষ্ঠান ঘিরে প্রায় দু’শো পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স মোতায়েন করছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। তার মধ্যে প্রায় ৪০ জন মহিলা পুলিশ রয়েছে। উৎসব কমিটির সম্পাদক নারায়ণচন্দ্র দাস বলেন, ‘‘শুভশ্রী কোচবিহারে থাকবেন। অনুষ্ঠানের ঠিক আগে পুলিশ তাঁকে নিয়ে আসবে। কড়া প্রহরায় মঞ্চে তাঁকে তোলা হবে। অনুষ্ঠান শেষে ফের কড়া নিরাপত্তা দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হবে।’’

শুভশ্রী-কাণ্ডের কোচবিহার রাসমেলার অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী আকৃতি কক্করকেও হেনস্থার অভিযোগ ওঠে। তৃণমূলের দখলে থাকা কোচবিহারের পুরপ্রধানের ছেলের উপস্থিতিতেই ওই ঘটনা ঘটে বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানান আকৃতি। তার পরে ফালাকাটায় শুভশ্রী হেনস্থার অভিযোগ তুললে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে। তাই সম্প্রতি আলিপুরদুয়ারে মোনালি ঠাকুরের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল কড়া তৎপরতা। ডুয়ার্স উৎসবরে পুরোভাগে থাকা জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর এলাকায় অপ্রীতিকর ঘটনা রুখতে মোনালির সাজঘর পাহারা দেন খোদ জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ! উৎসবের স্বেচ্ছাসেবক তৃণমূল কর্মী-সমর্থকদেরও ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। সলসলাবাড়িতে এমনই আঁটোসাটো আয়োজন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

সলসলাবাড়ি ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক নারায়ণচন্দ্র দাস বলেন, “ফালাকাটার ঘটনা আমরা শুনেছি। তবে এখানে শিল্পীর কড়া নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে এলাকা দেখে গিয়েছেন এসডিপিও অরিন্দম সরকার ও আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী। মঞ্চের সাজঘরে স্বেচ্ছাসেবকদেরকেও ঢুকতে মানা করেছেন তাঁরা। আমরা কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। তাই সাজঘরে শুধু পুলিশ থাকবে।’’ সলসলাবাড়ি ডুয়ার্স উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার বলেন, ‘‘আমরা আশাবাদী সলসলাবাড়িতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’’ তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও ডুয়ার্স উৎসবের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘‘এখানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কড়া
নজর রাখবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

state news subhashree molestation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE