Advertisement
০৪ মে ২০২৪

রাজ্যে বিস্তর দুর্নীতি, আর বিশদে যাচ্ছি না: অমিত

এ দিন দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে শাহ তৃণমূল ভেঙে আসা লোকদের ‘কাজে’ লাগানোর পরামর্শও দেন।

এনআরসি নিয়ে জনজাগরণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: বিশ্বনাথ বণিক

এনআরসি নিয়ে জনজাগরণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০৩:৪২
Share: Save:

লোকসভা ভোটে বঙ্গে ১৮টা আসন জয়ের পর প্রথম বার কলকাতায় এসে সারদা, নারদ প্রভৃতি দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিত কথায় গেলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবারের ভাষণে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। সেই প্রসঙ্গেই শাহ বলেন, ‘‘এ রাজ্যে নারদ, সারদা, জমি কেনা— নানা দুর্নীতি হয়েছে। আমি আর তার মধ্যে বিস্তারিত ভাবে ঢুকছি না।’’ তাৎপর্যপূর্ণ হল, লোকসভা ভোটের প্রচারে বার বার রাজ্যে এসে ওই সব দুর্নীতির প্রসঙ্গকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করেছিলেন শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা দিল্লি গিয়ে মোদী এবং শাহর সঙ্গে বৈঠক করেন। তার পরেই শাহের এ দিনের বক্তৃতা পর্যবেক্ষকদের নজর কেড়েছে।

এরই পাশাপাশি, এ দিন দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে শাহ তৃণমূল ভেঙে আসা লোকদের ‘কাজে’ লাগানোর পরামর্শও দেন। সূত্রের খবর, শাহ বলেছেন, যাঁরা মমতাকে কাছ থেকে দেখেছেন, তৃণমূলকে উৎখাত করতে তাঁদের কাজে লাগাতে হবে। কারণ, ভোট করতে কৌশল লাগে। দলের নেতাদের উদ্দেশে শাহের প্রশ্ন, মমতার মতো মার ক’জন খেয়েছেন?

শাহ অবশ্য আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের জন্য ‘শপথ’ও করান সভায় উপস্থিত শ্রোতাদের দিয়ে। তিনি বলেন, ‘‘বিজেপি যে প্রথম বার লোকসভায় ৩০০-র বেশি আসন পেয়েছে, তার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন বাংলার মানুষ। বাংলার জন্যই আমাদের ৩০০ পেরনোর লক্ষ্য পূরণ হয়েছে। এ বার রাজ্যেও বদল আনতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE