অন্য দিনের মতো বুধবারও সকাল সাড়ে ১০টার মধ্যে নবান্নে নিজের দফতরে পৌঁছে গিয়েছিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। ফাইলপত্র নিয়ে বসে ছিলেন দফতরের অফিসাররা। বেলা ১১টা নাগাদ মন্ত্রীর ঘর থেকে বেরিয়ে অফিসাররা দেখেন, মন্ত্রীর আপ্ত সহায়ক স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি হাতে দাঁড়িয়ে। তাতে বলা হয়েছে, কৃষি থেকে সরিয়ে পূর্ণেন্দুবাবুকে কারিগরি শিক্ষামন্ত্রী করা হয়েছে। কৃষির দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা ও পরিসংখ্যান দফতরের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে।
ওই অফিসারদের এক জন বলেন, ‘‘ফাইল নিয়ে আলোচনার সময় মনে হয়নি দফতর বদলের বিষয়টি মন্ত্রী জানেন।’’ বদলির নির্দেশ দেখে আর সময় নষ্ট করেননি পূর্ণেন্দুবাবু। ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে শুরু করেন। এরই মধ্যে দফতরের অফিসারেরা তাঁর বিদায় সংবর্ধনার বন্দোবস্ত করেন। বেলা ২টো নাগাদ নবান্ন ছাড়েন পূর্ণেন্দুবাবু।
আরও পড়ুন: কাউকে তোষণ করি না, বললেন মমতা