Advertisement
০৫ মে ২০২৪
Examination

পরীক্ষায় বসা যাবে, নিয়োগ নিয়েই সংশয়

বিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। প্রথমে বিএড প্রার্থীদের সুযোগ দেওয়া হলেও পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন।

বিএড পাশ প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে আপত্তি আছে ডিইএলএড পাশ প্রার্থীদের।

বিএড পাশ প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে আপত্তি আছে ডিইএলএড পাশ প্রার্থীদের। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৬:০৯
Share: Save:

পরীক্ষার দরজা খুলে দিল আদালত, কিন্তু অধরা থেকে গেল নিয়োগের নিশ্চয়তা। বিএড (স্পেশ্যাল এডুকেশন) ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কোর্ট জানিয়ে দিয়েছে, এটি অন্তর্বর্তিকালীন নির্দেশ। ওই ডিগ্রিধারীরা পরীক্ষায় পাশ করলেও চাকরি পাবেন কি না, তা মূল মামলার রায়ের উপরে নির্ভর করবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষণের (ডিইএলএড) ডিগ্রিপ্রাপকদের পাশাপাশি বিএড প্রার্থীরাও বসতে পারছেন। একই সুযোগ চেয়ে মামলা করেছেন বিএড (স্পেশ্যাল এডুকেশন) ডিগ্রিধারী কয়েক জন। কোর্টে তাঁদের তরফে সওয়াল করেন অভ্রতোষ মজুমদার ও ফিরদৌস শামিম। আদালতের খবর, বিএড (স্পেশ্যাল এডুকেশন) ডিগ্রিধারীরা সাধারণ বিএড পাশ প্রার্থীদের সমতুল মর্যাদা পাবেন কি না, কোর্টে এখনও সেই বিতর্কের সমাধান হয়নি। এই অবস্থায় তাঁরা যাতে চাকরির পরীক্ষায় বসতে পারেন, সেই সুযোগ দিল হাই কোর্ট।

বিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। প্রথমে বিএড প্রার্থীদের সুযোগ দেওয়া হলেও পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালত বিএড পাশ প্রার্থীদের মান্যতা দিলে তবেই তাঁরা নিয়োগের জন্য বিবেচিত হবেন। যদিও বিএড পাশ প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে আপত্তি আছে ডিইএলএড পাশ প্রার্থীদের। তাঁদের দাবি, অগ্রাধিকার দিতে হবে প্রাথমিক শিক্ষণের ডিগ্রিপ্রাপকদেরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Examination candidates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE