চার দশকেরও বেশি আগে চাষের জমি অধিগ্রহণ করলেও তার ক্ষতিপূরণ দেয়নি রাজ্য সরকার। উল্টে ওই জমির জন্য এখনও কৃষকদের খাজনা দিতে হচ্ছে। এই অভিযোগে এর আগেও বিক্ষোভ-প্রতিবাদ করা হয়েছে। তবে কৃষকদের দাবিপূরণ হয়নি। সেই ক্ষতিপূরণের দাবিতে বুধবার রাস্তা অবরোধ করলেন পূর্ব বর্ধমানের কৃষকদের একাংশ। বুধবার ওই জেলায় ভাতারের কুবাজপুরে রাস্তা অবরোধে শামিল হন তাঁরা। যদিও স্থানীয় প্রশাসনের আশ্বাসের পর সেই অবরোধ তুলে নেন কৃষকেরা।
অবরোধকারী স্থানীয় কৃষকদের দাবি, ৪৬ বছর আগে ভাতারের আমারুন ২ নম্বর অঞ্চলে রাস্তা তৈরির জন্য প্রায় আড়াইশো কৃষকের কাছ থেকে দেড়শো বিঘা জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। অভিযোগ, এখনও পর্যন্ত সেই জমির ক্ষতিপূরণ হিসেবে টাকা পাননি কোনও কৃষকেরা। এ নিয়ে সরকারের তরফে তাঁদের বার বার আশ্বস্ত করা হলেও কৃষকদের কাছে টাকা পৌঁছয়নি। ক্ষতিপূরণের দাবিতে বুধবার ভাতারের কুবাজপুর তিন মাথা মোড় অবরোধ করেন স্থানীয় কৃষকেরা।
কৃষকদের দাবি, সরকার তাঁদের জমি অধিগ্রহণ করার পর এখনও সেই জমির জন্য খাজনা দিতে হচ্ছে। অথচ সেই জমির বাবদ ক্ষতিপূরণ আজও পাননি তাঁরা। এর আগেও একই দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় কৃষকেরা। তবে তা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।