Advertisement
০৫ মে ২০২৪

বিক্ষোভ, বচসা কলেজে

বৃহস্পতিবার আসানসোল বিবি কলেজের ঘটনা।

আসানসোল বিবি কলেজে। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

আসানসোল বিবি কলেজে। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০১:০৪
Share: Save:

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিজেপি যুবমোর্চা আয়োজিত বিক্ষোভসভাকে কেন্দ্র করে গোলমাল বাধল। বৃহস্পতিবার আসানসোল বিবি কলেজের ঘটনা।

এ দিন কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতি-সহ নানা অনিয়মের অভিযোগে কলেজ গেটে সভার আয়োজন করে এবিভিপি ও যুব মোর্চা। সকাল সাড়ে ১১টা নাগাদ দু’টি সংগঠনের যৌথ মিছিল কলেজ গেটে আসে। সংগঠনের নেতৃত্ব বক্তৃতা, স্লোগান দিতেই কলেজ গেটে পতাকা-ব্যানার হাতে এক দল তৃণমূল ছাত্র পরিষদ সদস্য চলে আসেন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। চলে স্লোগান, পাল্টা স্লোগান। যুযুধান দু’পক্ষের মাঝে কলেজ গেট আটকে দাঁড়িয়ে থাকে পুলিশ। প্রায় আধ ঘণ্টা বচসা চলার পরে দু’পক্ষই চলে যায়।

এবিভিপি ও যুবমোর্চার এই কর্মসূচি পূর্বঘোষিত ছিল বলে সংগঠনের দাবি। বিক্ষোভসভায় যোগ দিয়েছিলেন বিজেপি-র যুবমোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ চক্রবর্তী। তাঁর অভিযোগ, কর্মসূচি ভেস্তে দিতেই ঝামেলা তৈরির চেষ্টা করে টিএমসিপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC ABVP College Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE