Advertisement
০৫ মে ২০২৪

নিয়ম না মেনে ভর্তির অভিযোগ, পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের দল

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বারের ভর্তি প্রক্রিয়া শুরুর আগে তিন জেলার ৬৪টি কলেজের অধ্যক্ষদের তিন পাতার একটি নির্দেশিকা পাঠানো হয়। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়, প্রতিদিন ফর্ম জমা পড়ার পরে কলেজের নিজস্ব ওয়েবসাইটে নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করতে হবে। 

বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০০:৪৫
Share: Save:

কয়েক বছর আগেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এ বছর প্রতিদিন মেধা তালিকা প্রকাশ করারও নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেও বিভিন্ন কলেজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ জমা পড়েছে। পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি দল হুগলি ও বর্ধমানের তিনটে কলেজে আচমকা পরিদর্শনে যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রমেন সর অবশ্য বলেন, “পরিদর্শকের দল এখনও রিপোর্ট দেয়নি। সে জন্য কোনও মন্তব্য করতে পারব না।’’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বারের ভর্তি প্রক্রিয়া শুরুর আগে তিন জেলার ৬৪টি কলেজের অধ্যক্ষদের তিন পাতার একটি নির্দেশিকা পাঠানো হয়। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়, প্রতিদিন ফর্ম জমা পড়ার পরে কলেজের নিজস্ব ওয়েবসাইটে নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করতে হবে। কোনও কলেজ বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ভর্তি-সংক্রান্ত কোনও সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। এ ছাড়াও কোনও কলেজ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আসনের বাইরে ভর্তি করলে তার দায় বিশ্ববিদ্যালয় নেবে না। এ ছাড়াও কলেজ পরিচালন সমিতির অনুমোদন সাপেক্ষে ভর্তি সংক্রান্ত একটি কমিটি গঠন করতে হবে। তারাই ভর্তি প্রক্রিয়া চালাবে। অধ্যক্ষ একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও জানানো হয়।

কিন্তু হুগলির আরামবাগ গার্লস কলেজ, রায়নার শ্যামসুন্দর কলেজ ও বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে না বলে বিভিন্ন সূত্রে খবর পান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, আরামবাগের কলেজটি ঠিকমতো ভর্তি-সংক্রান্ত কমিটি করেনি। যে কমিটি রয়েছে তার অনুমোদন পরিচালন সমিতিতে নেওয়া হয়নি। অধ্যক্ষ নিজের মতো করে ভর্তি প্রক্রিয়া চালাচ্ছেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের দলটি আরামবাগের কলেজ পরিদর্শন করার পর অধ্যক্ষ সৈয়দ সাজিদুল ইসলামের যদিও দাবি, “পরিদর্শক দলটি আমাদের কলেজের ভর্তি সংক্রান্ত বিষয় দেখে খুবই খুশি হয়েছে।’’

শ্যামসুন্দর কলেজ নিয়ে অভিযোগ প্রতিদিন মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। এমনকি মূল সার্ভারটিও বন্ধ রাখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের যদিও দাবি, পরিদর্শক দলটি ওয়েবসাইট-সার্ভার খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছে।

বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজের বিরুদ্ধেও অনেক অভিযোগ মৌখিক ভাবে শুনে দলটি পরিদর্শনে যায় ওই কলেজে। ওই দলের এক সদস্যের কথায়, “বিবেকানন্দ কলেজে বাইরে ছাত্র ও বহিরাগতদের দৌরাত্ম্য রয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE