Advertisement
১৭ মে ২০২৪

সাত বছর পরে মিলবে রাস্তা

সাত বছর আগে সেতু তৈরি হলেও সংযোগকারী রাস্তার অভাবে এত দিন বন্ধই পড়ে ছিল তা। বারেবারে আবেদন, বিক্ষোভ দেখিয়েও রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। অবশেষে, সোমবার থেকে মন্তেশ্বর ও পূর্বস্থলীর সীমান্তবর্তী এলাকায় খড়ি নদীর উপরে ওই সেতুর সংযোগকারী রাস্তা গড়া শুরু হল।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০২:১৪
Share: Save:

সাত বছর আগে সেতু তৈরি হলেও সংযোগকারী রাস্তার অভাবে এত দিন বন্ধই পড়ে ছিল তা। বারেবারে আবেদন, বিক্ষোভ দেখিয়েও রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। অবশেষে, সোমবার থেকে মন্তেশ্বর ও পূর্বস্থলীর সীমান্তবর্তী এলাকায় খড়ি নদীর উপরে ওই সেতুর সংযোগকারী রাস্তা গড়া শুরু হল। একই সঙ্গে এ দিনই সেতুর সংযোগকারী রাস্তার জন্য জমি দিয়েছিলেন, পূর্বস্থলী ২ ব্লকের এমন দু’শোরও বেশি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ জমা পড়ল মোট দেড় কোটি টাকা।

দুই ব্লকের ৩০টিরও বেশি গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে তৈরি হয় কংক্রিটের ওই সেতুটি। তবে সে দু’পাশে সংযোগকারী রাস্তা না থাকায় পড়েই ছিল তা। মাস ছয়েক আগে জেলা প্রশাসন রাস্তা তৈরিতে উদ্যোগ করে। আশ্বাস দেওয়া হয়, ক্ষতিপূরণ দিয়ে কাজ শুরু হবে। মাসখানেক আগে মন্তেশ্বরের দিকের রাস্তার জন্য চাষিদের চেক দেওয়া হয়। সোমবার ভূমি এবং ভূমি সংস্কার দফতর থেকে পূর্বস্থলীর চাষিদের নথিপত্র দেখে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হয়। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, আপাতত জেলা পরিষদের তহবিলের ১০ লক্ষ এবং এনআরইজিএস-এর ১৭ লক্ষ টাকাতে মাটি ফেলে সংযোগকারী রাস্তা তৈরি হবে। বিধায়কের দাবি, ৯ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। টেণ্ডারও হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road contruction village
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE