Advertisement
০৫ মে ২০২৪

‘তোড়ণ’-বোর্ড বসাল কে 

বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকেই। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিষয়গুলি ভাল করে দেখে নেওয়া উচিত।’’ বানান ঠিক করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ঝর্না বর্মণও।

এই বানানেই বিতর্ক। নিজস্ব চিত্র

এই বানানেই বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৪
Share: Save:

দু’টি গেট, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তোরণ’ ও ‘বিবেকানন্দ তোরণ’। ওই গেট দু’টি পেরিয়েই ঢুকতে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে। কিন্তু গেটের সামনেই বসানো ফলকে ‘তোরণ’ বানান হয়েছে ‘তোড়ণ’। বিষয়টি নিয়ে ‘সোশ্যাল মিডিয়া’য় সরব হয়েছেন অনেকে। তবে সংশ্লিষ্ট সব পক্ষই জানিয়েছে, বোর্ড তারা বসায়নি!
বর্ধমান শহরের গোলাপবাগ মোড় থেকে তারাবাগের দিকে যাওয়ার রাস্তায় রয়েছে এই ক্যম্পাস। সেখানেই প্রবেশপথের গেটের সামনে কয়েক দিন আগে সবুজ ফলক-বোর্ড বসানো হয়েছে। সাদা কালিতে বোর্ডে লেখা ‘তোড়ণ’।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকেই। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিষয়গুলি ভাল করে দেখে নেওয়া উচিত।’’ বানান ঠিক করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ঝর্না বর্মণও।

বিষয়টি নিয়ে ডিন (কলা) রমেন সর বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় এমন কোনও বোর্ড বসায়নি। তবে যাঁরাই এই বোর্ড বসিয়েছেন, তাঁদের বানানের বিষয়ে সচেতন থাকা উচিত।’’ রাস্তাটি সংস্কার করেছে বর্ধমান উন্নয়ন সংস্থা (বিডিএ)। কিন্তু ওই সংস্থার নির্বাহী আধিকারিক শান্তনু বসুও দাবি করেছেন, তাঁরা ওই বোর্ড বসাননি। বর্ধমান পুরসভাও জানিয়েছে, এই বোর্ড তারা বসায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE