Advertisement
১৭ মে ২০২৪
অভিযোগ কালনায়

নিয়ম না মেনেই ফ্লেক্স ব্যবহার

ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে ফ্লেক্সের বাড়বাড়ন্ত। নির্বাচন কমিশনের নজরদারিতে সরকারি জায়গায় পোস্টার, ব্যানার দেখা না গেলেও রাজনৈতিক দলগুলির প্রচার ফ্লেক্সে ছেয়ে গিয়েছে চাষের জমি থেকে রাস্তার ধার।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০১:৪২
Share: Save:

ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে ফ্লেক্সের বাড়বাড়ন্ত। নির্বাচন কমিশনের নজরদারিতে সরকারি জায়গায় পোস্টার, ব্যানার দেখা না গেলেও রাজনৈতিক দলগুলির প্রচার ফ্লেক্সে ছেয়ে গিয়েছে চাষের জমি থেকে রাস্তার ধার। তার মধ্যেই ফ্লেক্সে যথাযথ ভাবে লেখার নিয়ম না মানার অভিযোগ তুললেন কালনা মহকুমার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাঁদের দাবি, বহু জায়গাতেই নিয়ম মেনে ফ্লেক্সে লেখা হচ্ছে না। রাজনৈতিক দলগুলির যদিও দাবি, ফ্লেক্সে লেকার এত খুঁটিনাটি জানেনই না তাঁরা।

চারটি বিধানসভা কেন্দ্রের জন্য কালনা মহকুমায় তিন নির্বাচনী পর্যবেক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে পূর্বস্থলী উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন প্রেম সিংহ। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন রাধেশ্যাম মিশ্র এবং কালনার দায়িত্বে রয়েছেন দীনেশ সিংহ। আপাতত তিন জনেই মহকুমায় বসে খতিয়ে দেখছেন ভোটের নানা প্রস্তুতি। সেখানেই তাঁদের নজরে এসেছে ফ্লেক্স লেখায় বেনিয়ম।

শুক্র, শনিবার ওই পর্যবেক্ষকেরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, মহকুমাশাসক, এসডিপিও, ওসি, আইসি, বিডিওদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানেই তাঁরা জানিয়ে দেন, ভোট প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি যে ফ্লেক্স ব্যবহার করেছে তাতে দুটি জিনিস বাধ্যতামূলক। প্রথমত, ফ্লেক্স কে বা কারা লাগাচ্ছে অর্থাৎ সৌজন্যে বলে ফ্লেক্সের নীচের দিকে ব্যক্তি বা সংস্থার নাম লিখতে হবে। দ্বিতীয়ত, কোন মুদ্রণ সংস্থা ফ্লেক্সটি তৈরি করেছে তার নাম থাকতে হবে। পর্যবেক্ষকদের দাবি, বহু ক্ষেত্রেই তাঁরা দেখেছেন এই নিয়ম না মেনেই ফ্লেক্স টাঙানো হয়েছে। যদিও বৈঠকে হাজির রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনেকেই দাবি করেন, এমন নিয়ম তাঁদের জানা ছিল না।

সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, যে সমস্ত ফ্লেক্স ইতিমধ্যে নিয়ম না মেনেই লাগানো হয়েছে সেগুলির ব্যাপারে পর্যবেক্ষকেরা কী সিদ্ধান্ত নেবেন। ওই বৈঠকে হাজির এক আধিকারিকের কথায়, ‘‘এখনও পর্যন্ত নিয়ম না মেনে লাগানো ফ্লেক্সের ব্যাপারে পর্যবেক্ষকেরা কোনও সিদ্ধান্ত নেননি। তবে ফ্লেক্সের যথাযথ ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন তাঁরা।’’ পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের পর্যবেক্ষক আবার সিমলন-আটঘোরিয়া পঞ্চায়েতে রাজনৈতিক দলগুলির চাষের জমিতে ফ্লেক্স লাগানোর ভূমিকায় খুশি হন। বৈঠকে কোন কোন বিধানসভা এলাকায় কোন কোন রাজনৈতিক দল কোথায় কোথায় কত ফ্লেক্স লাগিয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব তুলে আনার নির্দেশ দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের। যাতে ফ্লেক্স বাবদ প্রার্থীর খরচের হিসাব বোঝা যায়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে প্রতিটি কেন্দ্রের প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে। বৈঠকে রাজনৈতিক দলগুলির মতামতও চান পর্যবেক্ষকেরা।

বৈঠকে সিপিএমের তরফে কালনা ১ ব্লকের সুলাতানপুর এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের সাতগাছিয়া এলাকায় বিজেপির দলীয় পতাকা খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। যদিও বৈঠকে হাজির প্রশাসনের কর্তা দাবি করেন, দু’জায়গাতেই এ ব্যাপারে ব্যবস্থ্যা নেওয়া হয়েছে। বৈঠক শেষে কালনা ১-এর বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, ‘‘পর্যবেক্ষকদের কথা অনুযায়ী প্রার্থীদের কাছে ফ্লেক্সের হিসাব জানতে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি পতাকা খুলে নেওয়ার ব্যাপারে দু’জায়গাতেই যে দ্রুত পদক্ষেপ করা হয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election campaign assembly election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE