Advertisement
০৫ মে ২০২৪

থানায় ফোন করে ‘আত্মহত্যা’ তরুণীর

পুলিশ ছুটে গেল ঠিকই, তবু শেষ রক্ষা হল না! আত্মহত্যা করতে চলেছেন জানিয়ে বুধবার রাতে বাগুইআটি থানায় টেলিফোন করেছিলেন এক তরুণী। তিনি ফোন ছেড়ে দেওয়ার পরেই পুলিশ ছুটে গিয়েছিল তাঁর ঠিকানায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪১
Share: Save:

পুলিশ ছুটে গেল ঠিকই, তবু শেষ রক্ষা হল না! আত্মহত্যা করতে চলেছেন জানিয়ে বুধবার রাতে বাগুইআটি থানায় টেলিফোন করেছিলেন এক তরুণী। তিনি ফোন ছেড়ে দেওয়ার পরেই পুলিশ ছুটে গিয়েছিল তাঁর ঠিকানায়। কিন্তু শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত দেহই উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, থানার সঙ্গে তরুণীর কথোপকথনটি ছিল এ রকম:

তরুণী: ‘‘হ্যালো, বাগুইআটি থানা?’’

ডিউটি অফিসার: ‘‘হ্যাঁ।’’

তরুণী: ‘‘মু্ন্না আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আত্মহত্যা করতে যাচ্ছি।’’

ডিউটি অফিসার: ‘‘আপনি এ সব করবেন না। আমরা আসছি। আপনার যা অভিযোগ পুলিশকে বলবেন।’’

তরুণী: ‘‘ধুর! আপনারা কিছুই করতে পারবেন না।’’

এর পরেই ফোন কেটে দেন তরুণী। তার আগে পুলিশকে নিজের ঠিকানা জানিয়েছিলেন তিনি। তদন্তকারীরা জানান, ফোনটি এসেছিল রাত সাড়ে এগারোটা নাগাদ। মৃতার নাম মামণি গায়েন (২০)। একটি পানশালার কর্মী মামণি তেঘরিয়ায় ভাড়া থাকতেন। পুলিশ জেনেছে, মুন্না রহমান নামে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মামণির। মামণির পরিবার মুন্নার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মামণির পায়ে ব্লেডের ক্ষত মিলেছে। ফলে ঘটনাটি খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE