Advertisement
০৫ মে ২০২৪

স্টেশনে নেমে বাস মেলে না রাতে

শেষ ট্রেন আসার আগেই শেষ বাস স্টেশন ছেড়ে যায়। ফলে, ভরসা সেই বেশি ভাড়ার অটো বা ট্যাক্সি। বহু রুটে বাসের সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। ব্যস্ত সময়ে বাস মেলে না।

আসানসোল বাসস্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ।

আসানসোল বাসস্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ।

নীলোৎপল রায়চৌধুরী
আসানসোল শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০১:৫৫
Share: Save:

শেষ ট্রেন আসার আগেই শেষ বাস স্টেশন ছেড়ে যায়। ফলে, ভরসা সেই বেশি ভাড়ার অটো বা ট্যাক্সি। বহু রুটে বাসের সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। ব্যস্ত সময়ে বাস মেলে না। আসানসোল মহকুমা জুড়ে বাসের পরিষেবা নিয়ে এমন নানা অভিযোগ উঠেছে। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, তাদের সমীক্ষাতেও এই ধরনের নানা সমস্যার কথা উঠে এসেছে।

আসানসোল ও রানিগঞ্জ স্টেশন থেকে প্রতি দিন বহু মানুষ যাতায়াত করেন। অগ্নিবীণা এক্সপ্রেস ও কোলফিল্ড এক্সপ্রেসে অনেক নিত্যযাত্রী আসা-যাওয়া করেন। কিন্তু ট্রেন ধরতে যাওয়া বা স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য শিল্পাঞ্চলের অনেক প্রান্ত থেকেই বাস মেলে না। অগ্নিবীণা এক্সপ্রেসের হাওড়া থেকে আসানসোলে ফেরার নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে। কোলফিল্ড এক্সপ্রেস ফেরে রাত ৯টা ৫০-এ। কিন্তু, আসানসোল ও রানিগঞ্জ স্টেশন থেকে রাত সাড়ে ৮টার পরে আর বাস মেলে না বলে অভিযোগ যাত্রীদের।

চিত্তরঞ্জন, কুলটি, রানিগঞ্জের নানা জায়গা, জামুড়িয়া বা পাণ্ডবেশ্বেরের মতো বিভিন্ন এলাকার বাসিন্দারা স্টেশন থেকে বাস না পেয়ে বিপাকে পড়েন। অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা ট্যাক্সিতে সওয়ার হতে হয় তাঁদের। ট্রেন দেরিতে পৌছলে ভাড়া বেড়ে যায়। অটো বা ট্যাক্সি চালকেরা তখন খেয়ালখুশি মতো ভাড়া হাঁকেন বলে অভিযোগ যাত্রীদের।

স্টেশন থেকে রাত পর্যন্ত বাস পরিষেবা ছাড়াও নানা দাবিদাওয়া রয়েছে যাত্রীদের। তার মধ্যে অন্যতম, বাসগুলিকে গন্তব্যে পৌঁছতে হবে ঠিক সময়ে। অনেক বাসই যেতে দেরি করায় সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারেন না মানুষজন। পড়তে হয় হয়রানির মুখে। স্কুল চালু ও বন্ধের সময়ে বাস চলাচলের সংখ্যা বাড়ানো উচিত বলেও মত যাত্রীদের একাংশের। এ ছাড়া পড়ুয়াদের ক্ষেত্রে ভাড়া অর্ধেক করার কার্ড অনুমোদনের সময়সীমা শুধু শিক্ষাবর্ষের গোড়ার জন্য বেঁধে রাখা উচিত নয় বলেও দাবি করেছেন অনেকে। বাস অ্যাসোসিয়েশনের কাছে তাঁদের আর্জি, এই সময় আরও বাড়ানো হোক।

আসানসোলে নতুন জনপদ হিসেবে কল্যাণপুরের কাছে সুগম পার্ক এলাকা, ঊষাগ্রাম থেকে কুমারপুর ও বিবেকানন্দ মোড়ের সঙ্গে আসানসোল সিটি বাসস্ট্যান্ড ও স্টেশনের সরাসরি যোগাযোগের জন্য টাউন সার্ভিস বাস চালুর দাবিও উঠেছে। সেনর‌্যালে থেকে আসানসোল রুটের বাস অর্ধেক হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই রুটে বাস বাড়ানো, মহিশীলা থেকে আসানসোল বাসের যাওয়া-আসার হার বাড়ানোর দাবিও রয়েছে।

আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানান, প্রতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত পড়ুয়াদের বাস ভাড়া কম করার কার্ড দেওয়া শুরু করেছেন তাঁরা। কিছু দিন আগে অগ্নিবীণা ও কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া থেকে ফেরার পরে আসানসোল ও রানিগঞ্জ স্টেশন থেকে বাস চালু করা হয়েছে। অন্য দাবিগুলো সম্পর্কেও তাঁরা ওয়াকিবহাল জানিয়ে তিনি বলেন, “এই সব চাহিদা বিভিন্ন সময়ে যাত্রীদের মুখে শুনেছি। স্কুল শুরু ও ছুটি হওয়ার সময়ে বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ হয়েছে।’’ তবে তাঁর দাবি, ‘‘বেআইনি অটোর দৌরাত্ম্য বন্ধ না হলে যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনা কার্যত অসম্ভব। প্রশাসনকে বারবার জানিয়েছি, যে সব রুটে বাস চলে না সেখানে সমীক্ষা করে অটো চলার অনুমতি দেওয়া হোক। প্রশাসনের তরফে শুধু প্রতিশ্রুতি মিলেছে। তবে আমরা যাত্রীদের চাহিদা মেটানোর চেষ্টা করে যাচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol train raniganj taxi bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE