Advertisement
০৭ মে ২০২৪

মুকেশের বেতন রদের সিদ্ধান্ত

পাশপাশি মুকেশের ‘সঙ্গী’ কলেজের আংশিক সময়ের শিক্ষক রবীন মজুমদারেরও বেতন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেমারি কলেজ। —ফাইল চিত্র।

মেমারি কলেজ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেমারি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৭:৫০
Share: Save:

কর্তৃপক্ষকে না জানিয়ে টানা ২৫ দিন অনুপস্থিত ছিলেন মেমারি কলেজের নানা বিতর্কে জড়ানো শিক্ষাকর্মী তথা ছাত্র নেতা মুকেশ শর্মা। এ নিয়ে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন কলেজ অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী। জবাবে সন্তুষ্ট হতে না পেরে সোমবার সন্ধেয় কলেজের প্রশাসক তথা মহকুমাশাসকের (বর্ধমান দক্ষিণ) নির্দেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কলেজ কর্তৃপক্ষ। পাশপাশি মুকেশের ‘সঙ্গী’ কলেজের আংশিক সময়ের শিক্ষক রবীন মজুমদারেরও বেতন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিন মহকুমাশাসকের দফতরে বৈঠক শেষে অধ্যক্ষ বলেন, “কারণ দর্শানোর চিঠির জবাব সরাসরি দেয়নি মুকেশ। আইনজীবীর দেওয়া জবাবে প্রশাসক সন্তুষ্ট হতে পারেননি। সে কারণে টানা ২৫ দিন অনুপস্থিত থাকা ‘অনুমোদনহীন ছুটি’ বলে ধরা হবে। ওই ক’দিনের বেতন মুকেশ পাবেন না। পাশপাশি কর্মক্ষেত্রেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে।’’

কলেজ সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ছুটির বাড়তি দিন নিয়ে অধ্যক্ষের সঙ্গে প্রথম মনোমালিন্য শুরু হয় মুকেশের। পরে এক ছাত্রীর কলেজে ৫০ শতাংশের বেশি অনুপস্থিত থাকায় স্নাতক স্তরের পরীক্ষায় ফর্ম পূরণে বাধা দেয় কর্তৃপক্ষ। সে নিয়ে পরপর দু’দিন অধ্যক্ষ-সহ শিক্ষকদের আটকে রাখা হয়। শিক্ষিকাদের হুমকিও দেওয়া হয় বলে মুকেশ ও রবীনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান অধ্যক্ষ। এরপরেই ২৫ দিন ধরে কলেজে অনুপস্থিত ছিল মুকেশ। বর্ধমান আদালত থেকে জামিন নেওয়ার পরে কলেজে কাজে যোগ দেন। এ দিন কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত শোনার পর মুকেশ বলেন, “আমি কেন কলেজে অনুপস্থিত ছিলাম সেটা জানিয়ে জবাব দিয়েছিলাম। আমার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নিয়েছে, তা আমার জানা নেই।’’ কয়েক দিন আগে, কলেজের বাংলার শিক্ষককে মারধরের ঘটনায় ফের মেমারি থানায় মুকেশের বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বিবরণও নিয়ে গিয়েছে।

কলেজের আংশিক সময়ের শিক্ষক রবীন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্নাতক স্তরের দ্বিতীয় সেমেস্টার পরীক্ষায় প্রশ্ন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা তাঁকে ধরে ফেলেন। তিনি মুচলেকা দিয়ে সেই ঘটনা স্বীকার করে নেন। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রবীন মজুমদারের বেতন বন্ধ রাখা হবে। তাঁকে আর পড়ানোর সুযোগও দেওয়া হবে না। মহকুমাশাসক (বর্ধমান দক্ষিণ) অনির্বান কোলে বলেন, “ওই শিক্ষাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট তৈরি করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE