বেতন বাকি প্রায় ১৫ মাসের। কবে তা মিলবে, কোনও নিশ্চয়তা নেই। এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেব্লস কারখানার শ্রমিক-কর্মীরা। যদিও বকেয়া বেতন মেটানোর আর্জি জানিয়ে ভারী শিল্প মন্ত্রকের কাছে আবেদন করেছেন বলে জানান আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর আশা, দ্রুত সমস্যা মিটবে।
না আঁচালে আর বিশ্বাস করছেন না সংস্থার শ্রমিক-কর্মীরা। কারণ, এই কয়েক মাস তাঁরা একাধিক বার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। কিন্তু প্রতি বারই নিরাশ হতে হয়েছে। কর্তৃপক্ষের তরফে কোনও জবাব মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘আমদেরও কিছু জানা নেই।’’ শ্রমিক-কর্মীদের অভিযোগ, শুধু বেতন বাকি নয়। কারখানার আবাসন এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না। পানীয় জল সরবরাহ হচ্ছে না। জঞ্জাল সাফাই হয় না। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা।
সম্প্রতি এলাকা ঘুরে দেখা যায়, এক সময়ের ঝাঁ-চকচকে শহর এখন কার্যত খণ্ডহর। পুরনো দিনের কথা মনে করে বাসিন্দারা এখন শুধু হাপিত্যেশ করেন। এক কর্মী মানিকচন্দ্র দাসের কথায়, ‘‘রাতের অন্ধকারে আবাসন কলোনিতে থাকতে ভয় করে। এখন আমরা জঞ্জালের শহরে না মরে বেঁচে রয়েছি।’’ বেতন বাকি থাকায় অর্থ সঙ্কটেও ভুগছেন তাঁরা। কত দিন এ ভাবে চলবে, ভেবে পাচ্ছেন না। আর এক কর্মী অমিতাভ মিত্র বলেন, ‘‘জমানো টাকায় সংসার খরচ চলছে। অসুখবিসুখের খরচ জোটাতে পারছি না। বেঁচে থাকার কোনও উপায় দেখছি না।’’