করোনা-আবহে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের তথ্যপঞ্জি তৈরি, কাজ হারানো শ্রমিকদের নানা কাজে নিয়োগের ব্যবস্থা করা-সহ বিভিন্ন দাবি সাম্প্রতিক অতীতে করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। কিন্তু কংগ্রেসের অভিযোগ, তথ্যের অধিকার আইনে (আরটিআই) পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য চাওয়া হলেও জেলা প্রশাসন সে বিষয়ে কিছু জানাতে পারেনি! যদিও তথ্য না থাকার অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন।
কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর দাবি, তিনি জেলা প্রশাসনের কাছ থেকে জেলা, ব্লকে এবং পুর-এলাকায় কত জন পরিযায়ী শ্রমিক রয়েছেন, লকডাউনের জেরে তাঁদের কতজন এলাকায় ফিরেছেন, তাঁদের কত জনকে পর্যাপ্ত রেশন দেওয়া হয়েছে, তাঁদের জন্য কতগুলি নিভৃতবাস কেন্দ্র খোলা হয়েছিল— এই সব বিষয়গুলি জানতে চেয়ে আরটিআই করেছিলেন। দেবেশবাবুর অভিযোগ, ‘‘জেলা প্রশাসন সম্প্রতি জানিয়েছে, এ বিষয়ে কোনও তথ্য তাদেরকাছে নেই।’’
তবে জেলা প্রশাসন তথ্য না থাকার কথা মানতে চায়নি। জেলাশাসক (পশ্চিম বর্ধমান) পূর্ণেন্দু মাজি বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশাসনকে রাজ্যের কাছে রিপোর্ট পাঠাতে হয়েছে। ফলে, সব তথ্যই রয়েছে। কেন এমনটা বলা হচ্ছে বুঝতে পারছি না। আমার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই এর একটা বিহিত করা হবে।’’ কিন্তু আরটিআই-এর পরে কেন এমন অভিযোগ উঠছে? নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘কোথাও কোনও গোলমাল হয়েছে। তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঠিক তথ্য সরবরাহ করা হয়নি।’’