রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পে ঘটা করে বিদ্যুদয়নের জন্য দরকারি পরিকাঠামো তৈরি করা হয়। কিন্তু ওই পর্যন্তই। পরিকাঠামো তৈরির চার বছর বাদেও পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামের কয়েক পাড়ায় পৌঁছয়নি রাজ্য সরকারের বিদ্যুৎ। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে বারবার দরবার করেও ফল মেলেনি।
অজয়ের গা ঘেঁষে পাণ্ডবেশ্বরের উত্তর দিকে রয়েছে কেন্দ্রা। রয়েছে পঞ্চায়েতের ৩টি সংসদ। প্রায় হাজার ছ’য়েক মানুষের বাস এখানে। বাসিন্দারা জানান, বছর চারেক আগে গ্রামের বাদ্যকর ও বাউরিপাড়া বাদে সব জায়াগাতেই খুঁটি পোঁতা হয়। তার টানার কাজও তড়িঘড়ি শেষ করা হয়। কিন্তু তারপরেই গ্রামে বিদ্যুৎ নিয়ে আসার কাজ থমকে যায়।
এই পরিস্থিতিতে বাসিন্দাদের ভরসা করতে হয় ইসিএলের দেওয়া বিদ্যুৎ সংযোগের উপরে। কিন্তু সেটির হালও তেমন ভাল নয় বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৮টা হলেই ফি দিন চার ঘণ্টা ধরে কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। বিকেলেও ঘণ্টা দু’য়েক আলো জ্বলে না এলাকায়। রাত ৮টায় বিদ্যুৎ এলেও এ বার শুরু হয় লো ভোল্টেজের সমস্যা। প্রায় ৩ ঘণ্টা ধরে নামমাত্র আলো জ্বলে এই এলাকায়। স্থানীয় এক স্কুলের পড়ুয়া জানায়, ‘‘রাতে পড়তে বসলে কাছে লণ্ঠন বা হ্যারিকেন নিয়ে বসতে হয়। নইলে চোখ খারাপ হয়ে যাওয়ার জোগাড়!’’ শিল্পাঞ্চলের চিড়চিড়ে গরমে দুর্ভোগ আরও বাড়ে বলে জানান স্থানীয় বাসিন্দা অর্ধেন্দু পাল, বামা বাউরি, দেবদাস বাউরিরা। তাঁদের আক্ষেপ, ‘‘সরকারি ভাবে তোড়জোড় শুরু হওয়ায় ভেবেছিলাম, এ বার দুর্ভোগ কমল। কিন্তু বাস্তবে পরিস্থিতির বদল হল কই!’’