Advertisement
২১ মে ২০২৪

ফের মৃত্যু জাতীয় সড়কে, প্রশ্ন নজর নিয়ে

জাতীয় সড়কে বেপরোয়া ট্রাক প্রাণ কাড়ল এক যুবকের। এই নিয়ে গত এক মাসে ২-বি জাতীয় সড়কে গুসকরা থেকে ভেদিয়ার মধ্যেই পাঁচ জনের মৃত্যু হল। ছোটবড় মিলে দুর্ঘটনার সংখ্যা ১০।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:৫২
Share: Save:

জাতীয় সড়কে বেপরোয়া ট্রাক প্রাণ কাড়ল এক যুবকের। এই নিয়ে গত এক মাসে ২-বি জাতীয় সড়কে গুসকরা থেকে ভেদিয়ার মধ্যেই পাঁচ জনের মৃত্যু হল। ছোটবড় মিলে দুর্ঘটনার সংখ্যা ১০।

রবিবার সকালে আউশগ্রামের ভেদিয়ায় অবন সেতুর কাছে এনএইচ ২বি জাতীয় সড়কে ধানবোঝাই দশ চাকার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় মঙ্গলকোটের পালিগ্রামের ওই মাছ ব্যবসায়ীর। পুকুর থেকে মাছ ধরে পালিগ্রামের সিদ্ধেশ্বর মালিক (৩৩) মোটরবাইকে করে বোলপুরে যাচ্ছিলেন বিক্রি করার জন্য। প্রত্যক্ষদর্শীদের কথায়, সকাল ছ’টার সময় অবন সেতুর একটু আগে বোলপুর থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরবাইক সহ ওই যুবককে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ছেঁচড়েও নিয়ে যায় ট্রাকটি। চালক ট্রাকটি নিয়ে চম্পট দিচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা তাড়া করে ট্রাকটিকে ভেদিয়ার রেললাইনের আন্ডারপাসের কাছে ধরে ফেলে। পরে আউশগ্রাম থানার পুলিস এসে চালককে আটক করে। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

এ দিন বিকেলে চারটে নাগাদ মোটরভ্যান উল্টে মৃত্যু হয় এক মহিলার। পুলিশ জানিয়েছে তাঁর নাম রানী মালিক (৫০)। বর্ধমান সদর ২ ব্লকের গঞ্জ বৈকণ্ঠপুরের এক অনুষ্ঠান থেকে রায়নার নতুন গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। মোটরভ্যানে সাত জন যাত্রী ছিল। আমড়া-শক্তিগড় রাস্তায় একটি মোটরবাইককে জায়গা করে দিতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। পুলিশ ভ্যানটিকে আটক করেছে।

গত সপ্তাহে এনএইচ ২বি সড়কে ফতেপুরে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল। বরাত জোরে বেঁচে যান দুই বাইক আরোহী। ওই একই জায়গায় গত ১১ ফেব্রুয়ারি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বোলপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মিলন রজকের। আহত হন তাঁর ছেলে। কয়েক দিন আগে ওই রাস্তাতেই রামনগরের কাছে পাথর বোঝাই ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বোলপুরের কাশিমবাজারের মা ও মেয়ের। তাঁরাও বাইকে যাচ্ছিলেন। তার দু’দিনের মধ্যেই আলুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় পালিগ্রামের চুরকি কিস্কুর।

পরপর দুর্ঘটনায় ওই রাস্তা যাত্রীদের কাছে রীতিমতো আতঙ্কের হয়ে উঠেছে। যাত্রীদের অভিযোগ, যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকার ফলেই রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চলছে। তাতেই পরপর দুর্ঘটনা হচ্ছে। পুলিশের অবশ্য দাবি, জাতীয় সড়কে নিয়মিত চেকিং হয়। তবে পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের ব্যাপারে আরও সতর্ক হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

2B National Highway Accident Road Safety
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE