Advertisement
১১ মে ২০২৪

বালি থেকে খুলি উদ্ধার পরাশিয়ায়

খনির নীচে ফাঁকা অংশ বালি দিয়ে ভরাটের জন্য ঠিকাদার মারফত অণ্ডালের মদনপুর ও রানিগঞ্জের তিরাটে দামোদরের ঘাট থেকে ডাম্পারে বালি এনে খনির বালি ‘ব্যাঙ্কার’-এর সামনে মজুত রাখা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৬
Share: Save:

ভূগর্ভস্থ খনি ভরাটের জন্য নিয়ে আসা বালি থেকে মিলল একটি খুলি। ঘটনাটি ঘটেছে ইসিএলের কেন্দা এরিয়ার পরাশিয়া কোলিয়ারির কেন্দা পিটে।

খনির নীচে ফাঁকা অংশ বালি দিয়ে ভরাটের জন্য ঠিকাদার মারফত অণ্ডালের মদনপুর ও রানিগঞ্জের তিরাটে দামোদরের ঘাট থেকে ডাম্পারে বালি এনে খনির বালি ‘ব্যাঙ্কার’-এর সামনে মজুত রাখা হয়। বালির সঙ্গে মিশে থাকা শক্ত আর্বজনা যাতে খনিতে না যায় তা ছেঁকে নেওয়ার জন্য একটি জাল থাকে। খনিকর্মী কুন্দন সোরেন জানান, বেলচা দিয়ে বালি তুলে খনিতে ফেলার সময়ে খুলিটি জালে আটকে যায়। খনি কর্তৃপক্ষ কেন্দা ফাঁড়িতে খবর দিলে পুলিশ খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। খনির বালি ব্যাঙ্কারে কর্মরত লালবাহাদুর গোপ জানান, এ দিন সকালে তিরাট থেকে একটি ডাম্পারে বালি এনে তা খনিতে ফেলার সময় এই ঘটনা ঘটে।

রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শিবরাম কারার দাবি করেন, নিয়ম অনুযায়ী নদীর পাড় থেকে দু’শো মিটার দূরে বালি কাটতে হয়। কিন্তু বালি কাটা হচ্ছে নদীর পাড় থেকেও। তিরাটে আদিবাসীদের শ্মশানের গা ঘেঁষেও বালি কাটা হচ্ছে বলে তাঁর অভিযোগ। রানিগঞ্জের বিএলএলআরও সুমন সরকার বলেন, ‘‘বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানাব।” পুলিশ জানায়, খুলিটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Skeleton ECL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE