মহিলাদের সুরক্ষায় ‘স্মার্ট জুতো’ তৈরির দাবি করেছেন হুগলির ব্যান্ডেলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনের চতুর্থ বর্ষের দুই বি-টেক পড়ুয়া। সম্প্রতি ‘পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ’ আয়োজিত ‘আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আন্তঃকলেজ মডেল প্রতিযোগিতায় স্মার্ট জুতোর মডেল দেখিয়ে রাজ্যের সেরা হয়েছেন সৈয়দ মোশারফ হোসেন ও স্বস্তিকা পাল। মোশারফের দাবি, তাঁর এই কাজ ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব অ্যাডভান্সেস ইন কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’-এ প্রকাশিত হয়েছে।
ব্যান্ডেলের ওই কলেজের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনের বিভাগীয় প্রধান রিয়াঙ্কা চক্রবর্তী বলেন, “মহিলাদের নিরাপত্তার কথা ভেবে ওঁরা অনেকদিন ধরে এই কাজ করছেন। এখন ওঁরা বিষয়টিতে অনেকখানি উৎকর্ষতা বাড়িয়েছেন। ওঁদের সাফল্যে আমরা গর্বিত।’’
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের টিলাবুনি গ্রামের মোশারফ বর্তমানে পূর্ব বর্ধমানের গুসকরায় থাকেন। মোশারফ বলেন, “দুষ্কৃতীরা আক্রমণ করলে মহিলারা জুতোর ‘প্যানিক বাটন’-এ চাপ দিলেই তাঁর অবস্থানের উল্লেখ করে মেসেজ পাঁচটি ফোন নম্বরে নিমেষে চলে যাবে।’’ কী ভাবে তা হবে?