Advertisement
০৩ মে ২০২৪
জানালেন এনপিটিআই কর্তা

দুর্গাপুরে সৌরবিদ্যুৎ কেন্দ্র

অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট’ (এনপিটিআই)। সংস্থার ডিরেক্টর জেনারেল আর কে পাণ্ডে মঙ্গলবার দুর্গাপুরে জানান, প্রচলিত শক্তি সম্পর্কিত প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে দিয়ে আসছে সংস্থা। এ বার অচিরাচরিত শক্তির উপরে বিশেষ জোর দেওয়ার পরিকল্পনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০২:৩৬
Share: Save:

অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট’ (এনপিটিআই)।

সংস্থার ডিরেক্টর জেনারেল আর কে পাণ্ডে মঙ্গলবার দুর্গাপুরে জানান, প্রচলিত শক্তি সম্পর্কিত প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে দিয়ে আসছে সংস্থা। এ বার অচিরাচরিত শক্তির উপরে বিশেষ জোর দেওয়ার পরিকল্পনা হয়েছে। সে জন্য এনপিটিআই দুর্গাপুরে সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে সেখানে উদ্যোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। সে ভাবেই কেরালায় নতুন যে এনপিটিআই গড়া হচ্ছে সেখানে হাওয়া-কল গড়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আরও একটি নতুন এনপিটিআই গড়া হবে, যেখানে শুধু যাবতীয় অচিরাচরিত শক্তির উপরেই প্রশিক্ষণ দেওযার ব্যবস্থা থাকবে। তবে সেটি কোথায় গড়া হবে তা খোলসা করেননি তিনি। এ বিষয়টি প্রধানমন্ত্রী জানাবেন বলে জানান তিনি।

গ্রামে সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ার সম্ভাবনা ব্যাখ্যা করে কী ভাবে তা কর্মসংস্থান ও রোজগারের মাধ্যম হয়ে উঠতে পারে এবং একই সঙ্গে ‘কার্বন ক্রেডিট’-এর মাধ্যমে দেশের অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে, তা জানিয়ে ডিরেক্টর জেনারেল বলেন, ‘‘গ্রামের ভোল বদলে যাবে। প্রচুর রোজগারের সুযোগ মিলবে গ্রামে বসেই।’’ সেক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে উদ্যোগীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapur Solar Power Plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE