থিম, ‘পাগলা গারদ’। মাইকে প্রচার, ‘আসুন, দেখে যান, নানা ধরনের পাগল। খাঁচার মধ্যে রাখা আছে পাগল...’! আয়োজক, দুর্গাপুরের এমএএমসি এলাকার ‘গুপিবাঘা ড্রামা ইনস্টিটিউট’। নকল গারদের ভিতরে ‘সাজানো’ মানসিক রোগীরা। কুড়ি টাকা টিকিট কেটে সেই ‘রোগীদের’ দেখতে ঢল নামছে দুর্গাপুর পুরসভার তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক মেলা ও কল্পতরু উৎসবে। এমন ‘থিম’ নিয়েই আপত্তি জানিয়েছেন সমাজকর্মীদের একাংশ। তবে আয়োজকদের দাবি, মানসিক রোগ সম্পর্কে সচেতনতা-প্রচারই তাঁদের উদ্দেশ্য।
এই মেলা শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। মেলায় চারশোরও বেশি স্টল রয়েছে। সেখানেই একটি স্টল ‘গুপিবাঘা ড্রামা ইনস্টিটিউট’-এর। তাদের থিম ‘পাগলা গারদ’। সেখানে গিয়ে দেখা গেল, গারদের ওপারে বিশেষ পোশাক পরা তেরো জন নাট্যকর্মী। দর্শকদের আকর্ষণ করতে কেউ নানারকম অঙ্গভঙ্গি করছেন। কেউ বা আবার পাথর ছোড়ার ‘অভিনয়’ করছেন। শিশুদের নিয়ে এ সব দেখছেন অনেককেই। চলেছে মোবাইলে দেদার ছবি তোলাও।
কী ভাবে এই ‘পাগলামি’, তারও বর্ণনা দিতে চেয়েছে সংস্থাটি। যেমন, এক কিশোরী স্কুলে যেতে চায়। কিন্তু বাড়ির লোকজন তাকে গৃহবন্দি করে রাখায় পাগল হয়েছে সে। আবার বেকার যুবক চাকরি না পেয়ে পাগল হয়েছেন। এমনই নানা ‘দৃশ্য’ ফুটিয়ে তুলছেন অভিনেতারা।