Advertisement
E-Paper

মিড-ডে মিলে ক্ষোভ, তালা শিক্ষিকাদের

সালানপুরের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতে বাসুদেবপুর প্রাথমিক স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ১৬০। শিক্ষিকা রয়েছেন সাত জন। তাঁরা জানান, এ দিন সকাল ৭টা নাগাদ বেশ কয়েক জন অভিভাবক স্কুলে ঢুকে প্রথমে প্রধান শিক্ষিকা জাগৃতী দেবনাথের খোঁজ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৩:১২
ঘেরাও: সালানপুরের স্কুলে তখন চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

ঘেরাও: সালানপুরের স্কুলে তখন চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

মিড-ডে মিলে খারাপ খাওয়ার অভিযোগ জানাতে গেলে দুর্ব্যবহার করেছেন স্কুল কর্তৃপক্ষ, এই অভিযোগে ক্লাসঘরে শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন এক দল অভিভাবক। সালানপুরের বাসুদেবপুরে ঘণ্টা দুয়েক শিক্ষিকাদের একটি ঘরে তালাবন্ধ করে রাখার পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। স্কুল থেকে পাঁচ বস্তা খারাপ চাল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানায়। সালানপুর শিক্ষাচক্রের স্কুল পরিদর্শক শ্রীকান্ত দোলুই জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সালানপুরের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতে বাসুদেবপুর প্রাথমিক স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ১৬০। শিক্ষিকা রয়েছেন সাত জন। তাঁরা জানান, এ দিন সকাল ৭টা নাগাদ বেশ কয়েক জন অভিভাবক স্কুলে ঢুকে প্রথমে প্রধান শিক্ষিকা জাগৃতী দেবনাথের খোঁজ করেন। তিনি তখনও স্কুলে আসেননি। এর পরেই আচমকা বিক্ষোভ শুরু হয়ে যায়। পড়ুয়াদের সামনেই শিক্ষিকাদের কার্যত ধাক্কা দিয়ে একটি ক্লাসঘরে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘণ্টা দুই এই অবস্থা চলার পরে সালানপুর থানার পুলিশ পৌঁছয়। শিক্ষিকাদের ঘর থেকে বের করার চেষ্টা হলে অভিভাবকেরা দাবি করেন, প্রধান শিক্ষিকা না আসা পর্যন্ত তালা খোলা হবে না। আরও কিছুক্ষণ পরে পুলিশ প্রধান শিক্ষিকাকে স্কুলে আনার ব্যবস্থা করে। তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই পচা চালের ভাত দেওয়া হচ্ছে। বারবার জানানো হলেও শুনছেন না প্রধান শিক্ষিকা। আলোচনার জন্য গ্রাম স্বাস্থ্য কমিটির সভা ডাকার আবেদনও রাখছেন না তিনি। উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। যদিও প্রধান শিক্ষিকা তা অস্বীকার করে বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’’

প্রায় আড়াই ঘণ্টা গোলমাল চলার পরে পুলিশের তরফে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়। এর পরে বিক্ষোভ থামে। অভিভাবকদের অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতে স্কুলে মজুত চালের বস্তা খোলা হয়। পোকা ধরা চালের পাঁচটি বস্তা বাজেয়াপ্ত করে পুলিশ। খারাপ খাবারের পাশাপাশি স্কুলের হাল নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। ক্লাসঘরে যেখানে-সেখানে বিদ্যুতের খোলা তার। ছাদের পলেস্তরা খসে পড়েছে। অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে চিত্তরঞ্জন শিক্ষাচক্রের স্কুল পরিদর্শক শ্রীকান্ত দোলুই বলেন, ‘‘মঙ্গলবার স্কুল পরিদর্শন করে ব্যবস্থা নিচ্ছি।’’

Villager Teacher Midday Meal protest Asansol আসানসোল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy