Advertisement
০৫ মে ২০২৪

প্রার্থী ঘোষণা হয়নি, ফাঁকা পড়ে নির্বাচনী কার্যালয়

পুরভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কাটোয়া মহকুমা নির্বাচন দফতরে মনোনয়ন জমা নেওয়ার জন্য কর্মীরাও টেবিল নিয়ে বসে পড়েছেন। কিন্তু সব সুনসান। রাজনৈতিক দলগুলি নির্বাচন দফতরমুখো হয়নি। কারণ, প্রার্থী তালিকাই ঘোষণা করেনি কোনও দল।

নির্বাচন কার্যালয় ফাঁকা। বসে রয়েছে আধিকারিকেরা। —নিজস্ব চিত্র।

নির্বাচন কার্যালয় ফাঁকা। বসে রয়েছে আধিকারিকেরা। —নিজস্ব চিত্র।

সৌমেন দত্ত
কাটোয়া শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০২:২৩
Share: Save:

পুরভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কাটোয়া মহকুমা নির্বাচন দফতরে মনোনয়ন জমা নেওয়ার জন্য কর্মীরাও টেবিল নিয়ে বসে পড়েছেন। কিন্তু সব সুনসান। রাজনৈতিক দলগুলি নির্বাচন দফতরমুখো হয়নি। কারণ, প্রার্থী তালিকাই ঘোষণা করেনি কোনও দল।

কাটোয়া মহকুমা নির্বাচনী আধিকারিক সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজ্ঞপ্তি জারির তিন দিন কেটে গেলেও কোনও প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। আমরাই প্রস্তুত রয়েছি।”

এ বার কাটোয়াতে একটি আসন বেড়ে ২০টি ওয়ার্ডে এবং দাঁইহাটে সেই ১৪টি ওয়ার্ডে নির্বাচন হবে। কাটোয়া শহরে ভোটার ৬৩ হাজার ৪৮৬ জন ও দাঁইহাট শহরে ভোট দেবেন ১৭ হাজার ৬৭২ জন। এই দুটি পুরসভার প্রতিটি ওয়ার্ডেই চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। গত বার জোট বেঁধে দাঁইহাট পুরসভা দখল নিয়েছিল কংগ্রেস ও তৃণমূল। বছর দেড়েক আগে জোট ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। ‘সংখ্যালঘু’ হয়েই দাঁইহাট পুরসভা পরিচালনা করছিল কংগ্রেস। অন্য দিকে, কাটোয়া শহরের ১৯টি ওয়ার্ডে জিতে চতুর্থবারের মতো পুরবোর্ড গড়ে কংগ্রেস। বছর দেড়েক আগে কংগ্রেসের উপপ্রধান অমর রাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং কাটোয়া শহর সভাপতি হন।

নানা ওয়ার্ডে কর্মীদের সঙ্গে বসে প্রার্থী বাছাই শুরু করেও এখনও পর্যন্ত তা চূড়ান্ত করতে পারেনি কাটোয়া ও দাঁইহাটের শাসকদল কংগ্রেস। দলের বিধায়ক ও কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রতিটি ওয়ার্ড থেকে প্রার্থীদের নাম আমাদের কাছে চলে এসেছে। চূড়ান্ত করার পর তা দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।” শুক্রবার দুপুরে কাটোয়া ও দাঁইহাট পুরসভার জন্য ১৩৬টি মনোনয়ন পত্র তোলেন কংগ্রেসের নেতা বিশ্বনাথ সাহা। কংগ্রেস সূত্রের খবর, বেশিরভাগ ওয়ার্ডেই কাউন্সিলরদের ফের মনোনয়ন দিতে চলেছে। তবে যাঁকে সামনে রেখে কংগ্রেসের লড়াই, সেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কোন ওয়ার্ড থেকে দাঁড়াবেন তা চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সভাপতি স্বপন দেবনাথের সঙ্গে আলোচনা করে বেশ কয়েকটি ওয়ার্ডে নাম চূড়ান্ত করে ফেলেছে কাটোয়া ও দাঁইহাট শহর তৃণমূল। তবে বেশ কিছু ওয়ার্ডে একাধিক নাম উঠে এসেছে। সে সব ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে বলে আশা করছে দলের একাংশ। তৃণমূল সূত্রে খবর, আজ, শনিবার প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। সিপিএমও শনিবার প্রার্থী ঘোষণা করতে পারে। বৃহস্পতি ও শুক্রবার নির্বাচন দফতর থেকে মনোনয়নপত্র তুলেছে সিপিএম। দলীয় সূত্রে জানা যায়, শনিবার কাটোয়া ও দাঁইহাট পুরনির্বাচনের জন্য কয়েকটি আসনে মনোনয়নপত্র পেশ করার সম্ভাবনা রয়েছে। কাটোয়ার ক্ষেত্রে সব আসনেই নতুন প্রার্থী দিতে চলেছে সিপিএম। বিজেপিও আজ, শনিবার প্রার্থী ঘোষণা করবে বলে জানা গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দেওয়াল দখলের লড়াই অবশ্য শুরু হয়ে গিয়েছে। প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল দখল করতে শুরু করেছে সব দলই। নির্বাচনী কার্যলয়ে বসে এক কর্মী বলেন, “প্রথম দিন থেকে মনোনয়নপত্র জমা পড়লে আবহাওয়া ঠান্ডা থাকত। শেষে ভিড় বাড়লে সমস্যাও বাড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

soumen dutta katoa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE