Advertisement
০৯ মে ২০২৪

প্রার্থিতালিকা নানা গোষ্ঠীর, বাছতে হিমশিম তৃণমূল

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গোষ্ঠী বেড়েছে দলে। এক গোষ্ঠীর কর্মসূচির ছায়া মাড়ায় না অন্য গোষ্ঠী। ভোট এলে সবার গলায় একই রকম সুর, তাদের পক্ষের লোকজনকে প্রার্থী করতে হবে বেশি করে। এই সমস্যার জেরে বর্ধমানের চারটি পুরসভার ভোটের জন্য প্রার্থী বাছতে হিমসিম দশা তৃণমূলের। দলের জেলা সভাপতি (গ্রামীণ) তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য দাবি করছেন, একটি দলের প্রার্থী হওয়ার জন্য বহু মানুষ মুখিয়ে রয়েছেন, এটা দলের পক্ষে ইতিবাচক দিক।

কেদারনাথ ভট্টাচার্য
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ০২:৩০
Share: Save:

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গোষ্ঠী বেড়েছে দলে। এক গোষ্ঠীর কর্মসূচির ছায়া মাড়ায় না অন্য গোষ্ঠী। ভোট এলে সবার গলায় একই রকম সুর, তাদের পক্ষের লোকজনকে প্রার্থী করতে হবে বেশি করে। এই সমস্যার জেরে বর্ধমানের চারটি পুরসভার ভোটের জন্য প্রার্থী বাছতে হিমসিম দশা তৃণমূলের। দলের জেলা সভাপতি (গ্রামীণ) তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য দাবি করছেন, একটি দলের প্রার্থী হওয়ার জন্য বহু মানুষ মুখিয়ে রয়েছেন, এটা দলের পক্ষে ইতিবাচক দিক।

কালনা, কাটোয়া, মেমারি ও দাঁইহাট জেলার গ্রামীণ এলাকার এই চার পুরসভায় ভোট আসন্ন। সম্প্রতি আসন সংরক্ষণের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন। প্রার্থিতালিকা তৈরি করতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ড বিন্যাসের তালিকা তৈরি হওয়ার পরেই চার পুরসভায় প্রার্থিপদের জন্য নানা তালিকা জমা পড়তে শুরু করে। অনেক ক্ষেত্রে একই ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য পাঁচ জনের পর্যন্ত নাম জমা পড়েছে। কোথাও নানা গোষ্ঠীর নেতারা নিজেদের তালিকা জমা দিয়েছেন স্থানীয় নেতাদের কাছে, কেউ কেউ আবার প্রার্থী হতে চেয়ে সরাসরি আবেদন করেছেন শীর্ষ নেতাদের কাছে।

জেলা তৃণমূল সূত্রের খবর, প্রার্থী করার ক্ষেত্রে পুর এলাকায় পরিচিত অরাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন শিক্ষক, আইনজীবী, চিকিৎসকের মতো নানা পেশার মানুষজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের মানুষকে প্রার্থী করার ক্ষেত্রে দু’ধরনের সুবিধা আছে। প্রথমত, তাতে গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানো দেওয়া যাবে। দ্বিতীয়ত, স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী ভোট পাবেন বেশি। জেলা তৃণমূল সভাপতি স্বপনবাবু বলেন, “দলের নেতাদের পাশাপাশি এ বার বুদ্ধিজীবীরাও প্রার্থী হতে চেয়ে আবেদন করতে পারেন। তাঁরা আবেদনপত্র শহর সভাপতি এবং আমার কাছে জমা দিতে পারবেন। তবে প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে, সেটা চূড়ান্ত করবে প্রদেশ স্ক্রিনিং কমিটি।”

স্বপনবাবু আরও জানান, জেলার চার পুর এলাকায় তালিকা তৈরির ব্যাপারে কাজ অনেকটা এগিয়েছে। তাঁর দাবি, প্রার্থী করার ব্যাপারে তরুণদের প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া যে সব কাউন্সিলর গত বার ভাল কাজ করেছেন, কিন্তু এ বার সেই ওয়ার্ড আসন সংরক্ষণের কবলে পড়েছে, তাঁদের অন্য ওয়ার্ড থেকে প্রার্থী করার চেষ্টা চলছে। তৃণমূল সূত্রের খবর, প্রার্থিতালিকা জমা দেওয়ার ব্যাপারে কোনও গোষ্ঠীকেই এখন হতোদ্যম করা হচ্ছে না। বরং, দ্রুত তালিকা জমা দিতে বলা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু তালিকা জমাও পড়েছে।

পুরভোটের প্রার্থিতালিকা তৈরি নিয়ে বেশ সরগরম কালনা। সেখানে প্রার্থিপদ পাওয়া নিয়ে লড়াই মূলত দু’টি গোষ্ঠীর মধ্যে একটি শহরের বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর অনুগামীদের ও অন্যটি তাদের বিরোধীদের। এই বিরোধী গোষ্ঠীর নেতা গোরা পাঠক বলেন, “আমরা আমাদের প্রার্থীর তালিকা নির্দিষ্ট জায়গায় জমা দিয়েছি।” বিধায়ক বিশ্বজিৎবাবু বলছেন, “আমাদের তালিকা প্রায় তৈরি। শীঘ্রই তা প্রদেশ নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে। তালিকার কপি দেওয়া হবে দলের জেলা সভাপতি ও জেলা পর্যবেক্ষককেও।” তৃণমূলের একটি সূত্রের খবর, এই তালিকা তৈরিতে দু’টি গোষ্ঠীই পরস্পরের বিরোধী শিবিরের বলে পরিচিত কাউন্সিলর-সহ নেতাদের নাম রাখেনি। দু’টি তালিকাতেই থাকছে শাসকদল ঘনিষ্ঠ শিক্ষক-শিক্ষিক, আইনজীবী-সহ নানা পেশার কয়েক জন।

প্রার্থী হতে চেয়ে রাশি-রাশি আবেদন থেকে চূড়ান্ত তালিকা তৈরি করতে হিমসিম খেতে হচ্ছে দলকে। নেতাদের অনেকেরই আশঙ্কা, প্রত্যাশা পূরণ না হলে দলের অনেকেই বেঁকে বসতে পারেন। তৃণমূলের এক জেলা নেতার কথায়, “একাধিক গোষ্ঠীর তালিকায় থাকা নাম অগ্রাধিকার পাবে। যেমন, দাঁইহাটে ১৪টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে দু’টি গোষ্ঠীর তালিকায় একই নাম রয়েছে। বাকি ৬টি ওয়ার্ড নিয়ে আলোচনায় বসে প্রার্থী ঠিক করা হবে।” দলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপনবাবু জানান, জেলা পর্যায়ে একটি স্ক্রিনিং করে প্রার্থিপদের তালিকা যাবে প্রদেশ স্ক্রিনিং কমিটিতে। ওই কমিটি প্রার্থী চূড়ান্ত করবে। তার পরেই তালিকা ঘোষণা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kedarnath bhattacharya tmc candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE