Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিক্ষোভ চলছেই কারখানায়, পাঁচ কর্মী ধৃত মারধরে

সিটুর নেতৃত্বে বিক্ষোভ-আন্দোলনের জেরে মঙ্গলবারও উত্‌পাদন বন্ধ রইল জামুড়িয়ার স্পঞ্জ আয়রন কারখানায়। কারখানার কর্মীদের মারধরের অভিযোগে পাঁচ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন কারখানার গেটে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী এবং পাণ্ডবেশ্বরের সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়।

জামুড়িয়ায় বিক্ষোভে নেতারা।—নিজস্ব চিত্র।

জামুড়িয়ায় বিক্ষোভে নেতারা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০১:০৩
Share: Save:

সিটুর নেতৃত্বে বিক্ষোভ-আন্দোলনের জেরে মঙ্গলবারও উত্‌পাদন বন্ধ রইল জামুড়িয়ার স্পঞ্জ আয়রন কারখানায়। কারখানার কর্মীদের মারধরের অভিযোগে পাঁচ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন কারখানার গেটে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী এবং পাণ্ডবেশ্বরের সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। কারখানা কর্তৃপক্ষ জানান, পরপর দু’দিন উত্‌পাদন ব্যাহত হওয়ায় তাঁরা বড় ক্ষতির মুখে পড়ছেন।

সিটুর অভিযোগ, ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করায় ২৫ জন ঠিকা শ্রমিককে বহিষ্কার করেছেন ইকড়া শিল্পতালুকের এই কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেওয়ার দাবিতে সোমবার থেকে কারখানার দরজা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে সিটু। সামিল হয়েছেন কারখানা প্রায় অর্ধেক শ্রমিক-কর্মী। সিটু নেতা মনোজ দত্ত অভিযোগ করেন, বিক্ষোভকারী কয়েক জন শ্রমিককে সোমবার রাতে মারধর করেছে পুলিশ। এ দিন সকালে বহিষ্কৃত এক শ্রমিককে কারখানার অদূরে এক নিরাপত্তা আধিকারিক আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছেন বলেও মনোজবাবুর দাবি। তিনি জানান, বিষয়গুলি নিয়ে তাঁরা জামুড়িয়া থানায় অভিযোগ করেছেন। এর সঙ্গে আশপাশের সব কারখানায় তাঁদের সমর্থক শ্রমিকেরা এক ঘণ্টার প্রতীকি ধর্মঘট করবেন বলেও মনোজবাবু জানান।

কারখানা কর্তৃপক্ষ অবশ্য কোনও শ্রমিককে তাঁদের কেউ হুমকি দিয়েছেন, এ কথা মানতে চাননি। সোমবারই কারখানার তরফে পুলিশে অভিযোগ করা হয়েছিল, কাজে যোগ দিতে চাওয়া কয়েক জন কর্মীকে মারধর করেছে কয়েক জন বিক্ষোভকারী। এই অভিযোগের ভিত্তিতে সেই রাতে কারখানার গেট থেকে দু’জন ও এ দিন সকালে আরও তিন জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল আদালতে তোলা হলে ধৃতদের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার কারখানার জেনারেল ম্যানেজার সুদীপ্ত ভট্টাচার্যের অভিযোগ, “বিক্ষোভকারীরা এ দিন সকালে কর্মী বোঝাই তিনটি বাস মাঝপথে আটকে দিয়েছে। যাঁরা কাজে যোগ দিতে এসেছিলেন, তাঁদের ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। দিনে প্রায় কোটি টাকা ক্ষতি হচ্ছে। আমরা প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে আছি।”

সিটু নেতা মনোজবাবু জানান, যে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই কারখানায় কাজ করেন। প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপালবাবুর দাবি, “শ্রমিকদের উপরে রাজ্য জুড়ে অত্যাচার চালাতে পুলিশকে কাজে লাগানো হচ্ছে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা শ্রমিকদের পাশে রয়েছি।” পুলিশ যদিও কাউকে মারধরের কথা মানেনি। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের উত্‌পাদন খানিকটা ব্যাহত হয়েছে। অভিযোগ পেয়ে পাঁচ শ্রমিককে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার দিকে নজর রাখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE