Advertisement
০৪ জুন ২০২৪

রোড-শোয়ে আস্থা তৃণমূলের, সিপিএমের জোর হেঁটে প্রচারে

প্রার্থী হওয়ার পরে দলের প্রথম কর্মিসভায় কিছু প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। তার পরে দুর্গাপুর শহরে এখনও তিনি প্রচারে নামেননি। তবে বৃহস্পতিবার বুদবুদে প্রচারে নামলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি। গলসি বিধানসভা উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী স্বপন মালিককে নিয়ে মিছিল করেন তিনি। কিন্তু দুর্গাপুর শহরে কবে প্রচারে নামবেন, এখনও স্পষ্ট করেননি প্রার্থী। দেরিতে প্রার্থীর নাম ঘোষণা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল দলের একাংশের মধ্যে। প্রথমে যাঁকে প্রার্থী করা হয়, তিনি পরে পারিবারিক কারণে সরে দাঁড়ালে হতাশা বাড়ে কর্মীদের মধ্যে। শেষে পানাগড়ের দু’টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি পিটিটিআই-এর মালিক প্রদীপবাবুকে প্রার্থী করে কংগ্রেস।

দলীয় সভায় মমতাজ সঙ্ঘমিতা।

দলীয় সভায় মমতাজ সঙ্ঘমিতা।

সুব্রত সীট
দুর্গাপুর শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০১:৩৩
Share: Save:

প্রার্থী হওয়ার পরে দলের প্রথম কর্মিসভায় কিছু প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। তার পরে দুর্গাপুর শহরে এখনও তিনি প্রচারে নামেননি। তবে বৃহস্পতিবার বুদবুদে প্রচারে নামলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি। গলসি বিধানসভা উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী স্বপন মালিককে নিয়ে মিছিল করেন তিনি। কিন্তু দুর্গাপুর শহরে কবে প্রচারে নামবেন, এখনও স্পষ্ট করেননি প্রার্থী।

দেরিতে প্রার্থীর নাম ঘোষণা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল দলের একাংশের মধ্যে। প্রথমে যাঁকে প্রার্থী করা হয়, তিনি পরে পারিবারিক কারণে সরে দাঁড়ালে হতাশা বাড়ে কর্মীদের মধ্যে। শেষে পানাগড়ের দু’টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি পিটিটিআই-এর মালিক প্রদীপবাবুকে প্রার্থী করে কংগ্রেস। গত রবিবার দুর্গাপুর সিটিসেন্টারে কর্মিসভায় নানা প্রশ্নের সামনে পড়েন প্রদীপবাবু। যদিও দলীয় নেতৃত্ব বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তার পরে অবশ্য এলাকায় দেওয়াল লিখন চলছে পুরোদমে। এ দিন মিছিলে ভিড় হয়েছিল ভালই। স্থানীয় কংগ্রেস নেতা স্বপন ভট্টাচার্য বলেন, “হাতে কম সময়। পুরোমাত্রায় প্রচার শুরু হয়েছে।” প্রদীপবাবু বলেন, “গলসি, কাঁকসা, বুদবুদ এলাকায় প্রচার অনেকটা এগিয়েছে। মন্তেশ্বরেও সারা দিন প্রচার করেছি। কবে দুর্গাপুরে যাব তা কর্মীদের সঙ্গে কথা বলে ঠিক করব।”

প্রচারে সাইদুল হক। নিজস্ব চিত্র।

প্রদীপবাবু এই শহরে এখনও শুরু না করলেও এই লোকসভা কেন্দ্রের অন্য তিন প্রার্থী ইতিমধ্যে বেশ কয়েক বার প্রচার সেরে ফেলেছেন। গত বার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সাইদুল হক জেতেন এক লক্ষ আট হাজার ভোটে। সে বার কংগ্রেস-তৃণমূল জোট গড়ে লড়েছিল। এ বার লড়াই চতুর্মুখি। তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা শুধু দুর্গাপুর শহরেই প্রচার সেরে ফেলেছেন বার দশেক। সকালে হুড খোলা জিপে রোড-শো, বিকেলে কর্মিসভাএ ভাবেই প্রচার সারছেন তিনি। সুসজ্জিত সেই র্যালি দেখতে লোক হচ্ছে ভালই। হাতজোড় করে ভোট চাইছেন মমতাজ, হাতও মেলাচ্ছেন। তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের মতে, “এই কেন্দ্র খুব বিস্তৃত। পাড়ায় পাড়ায় ঢুকে প্রচার করতে গেলে সামলানো যাবে না।”

গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম, দু’টি আসনই দখল করেছিল তৃণমূল। পরের বছর দুর্গাপুর পুরসভার ক্ষমতাও হাতছাড়া হয়েছিল বামেদের। তবে প্রচারে খামতি রাখছেন না বাম প্রার্থী তথা বিদায়ী সাংসদ সাইদুল হকের। বড় মিছিল, ছোট সভার পাশাপাশি বাম পায়ে হেঁটেই ঢুকে পড়ছেন পাড়ায় পাড়ায়। ১১ মার্চ থেকে তিনিও দশ বার প্রচার সেরেছেন দুর্গাপুর শহরে। কয়েকটি বড় মিছিলও করেছেন। এর সঙ্গে রয়েছে কর্মিসভা। প্রচারে বেরিয়ে বাম প্রার্থী পাচ্ছেন নানা রকম প্রতিক্রিয়া। যেমন ভ্যাম্বে কলোনিতে গিয়ে মহিলাদের হাতে ঘেরাও হয়ে শুনলেন, তৃণমূলের ‘সন্ত্রাসে’র কারণে গ্রাম প্রায় পুরুষশূন্য। সাইদুলের দাবি, “সর্বত্রই এমন অভিযোগ শুনছি। মানুষ বুথ পর্যন্ত পৌঁছতে পারলে আমরাই জিতব।” বাউরি পাড়ায় প্রচারে গেলে সাংসদ তহবিলের টাকায় কমিউনিটি হল গড়ে দেওয়ার জন্য দুই যুবক এসে তাঁকে ধন্যবাদ জানান। মুচকি হেসে বিদায়ী সাংসদ বলেন, “গাড়ি চড়ে রোড-শো করলে কি আর এ সব প্রতিক্রিয়া পাওয়া যায়!” বাম প্রার্থীর পায়ে হেঁটে চষে ফেলা ধর্তব্যের মধ্যে আনতে নারাজ তৃণমূল। অপূর্ববাবু বলছেন, “ও সব করে আর কিছু হবে না। ভোটের ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন!”

২০০৯ সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছিলেন প্রায় ৫০ হাজার ভোট। তবে এ বার মোদী-হাওয়ায় ফল অনেক ভাল হবে, এই আশায় কোমর বেঁধে নেমে পড়েছেন এ বারের প্রার্থী দেবশ্রী চৌধুরীও। শহরের দু’প্রান্তে মিছিল করেছেন। কুড়ুরিয়াডাঙা থেকে ইস্পাতনগরী ঘুরেছেন হুডখোলা জিপে। দুর্গাপুর বাজার, করঙ্গপাড়ায় ঘুরেছেন পায়ে হেঁটে। প্রচারের ফাঁকে তিনি বলছেন, “এ বার হাওয়া বিজেপির। নতুন প্রজন্ম তো দেখছি পুরোপুরি আমাদেরই দিকে।”

তাল ঠুকছেন সবাই। লড়াই যে জমবে, নিঃসংশয় দুর্গাপুর।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

subrata shit election campaign durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE