Advertisement
০২ মে ২০২৪

অন্তর্ঘাতের অভিযোগ তুলছে তৃণমূলের একাংশ

বেলিয়াবেড়া ( গোপীবল্লভপুর ২) ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। কুলিয়ানা গ্রামেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আদি বাড়ি।

সবুজ: জয়ের রং। রাজারহাটে এক তৃণমূল কর্মী। ছবি: সুমন বল্লভ

সবুজ: জয়ের রং। রাজারহাটে এক তৃণমূল কর্মী। ছবি: সুমন বল্লভ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০৩:২৫
Share: Save:

গড় রক্ষা করতে ব্যর্থ হলেন তৃণমূলের কয়েক জন বিধায়ক এবং মন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর এলাকায় ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দলের। শ্রীকান্তের বাড়ি ভীমপুরে। সেই ভীমপুর গ্রাম পঞ্চায়েত এ বার দখল করেছে বিজেপি। ভীমপুরের ১২টি আসনের মধ্যে ৯টি পেয়েছে তারা। শালবনির আরও দু’টি গ্রাম পঞ্চায়েত গড়মাল এবং লালগেড়িয়াও এ বার বিজেপি-র দখলে। এই বিপর্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকান্ত বলেন, ‘‘দলেরই কেউ কেউ বিজেপিকে ভোট দিয়েছে। না হলে এমন হত না।’’

অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো থাকেন ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি গ্রামে। ওই এলাকাটি গ়়ড় শালবনি গ্রাম পঞ্চায়েতের অধীনে। সেখানে ৮টি আসনের সব ক’টিতেই বিজেপি প্রার্থীরা জিতেছেন। এই পরিসংখ্যানে দৃশ্যতই হতাশ মন্ত্রী। তিনি বলেন, ‘‘এত উন্নয়নের পরে মানুষ কেন যে বিমুখ হল, সেটাই ভেবে অবাক হচ্ছি। আমার গ্রাম পঞ্চায়েতে দ্বিমুখী লড়াই হয়েছে। কোনও গোঁজ নেই। বিজেপি বোধহয় টাকা-পয়সা খরচ করে কিছু একটা করেছে!’’

দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের বুথেও পদ্ম ফুটেছে। তররুই গ্রাম পঞ্চায়েতের তররুই পশ্চিম বুথ গিয়েছে বিজেপির দখলে। এই ফল দেখে বিজেপি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিক্রমবাবু। তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে। দাঁতন ১ ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের তররুই পশ্চিম বুথে বিজেপি প্রার্থী ছিলেন সুভাষ সিংহ, তৃণমূলের প্রার্থী ছিলেন মিঠু মাহাত। বিজেপি মাত্র পাঁচ ভোটে জিতেছে। দাঁতনের বিজেপি নেতা মোশাফ মল্লিক বলেন, ‘‘বিধায়ক নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। মারধর থেকে সন্ত্রাস সব করেছেন। তারই ফল পেয়েছেন ভোটে।’’

বেলিয়াবেড়া ( গোপীবল্লভপুর ২) ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। কুলিয়ানা গ্রামেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আদি বাড়ি। ভোটের দিন তিনি নিজের গ্রামের বুথে ভোট দিতে যাননি বলে কটাক্ষ করেছিল শাসক দল। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে, ওই বুথে বিজেপি প্রার্থী ৪০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতে ১০টি আসনের মধ্যে ৮টি তে বিজেপি জয়ী হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE