Advertisement
০২ মে ২০২৪

বাড়িতে পাহারা, দলের ঝান্ডা, রাতারাতি তৃণমূল হয়ে গেলেন দিলদার

নিহত কোন দলের সমর্থক, তা নিয়ে সোমবার চাপানউতোরে জড়ায় বিজেপি এবং তৃণমূল। সামান্য সময়ের ব্যবধানে দু’পক্ষের দাবিকেই সমর্থন জানিয়েছিল পরিবার। এ দিন কড়িধ্যা মদ দোকান মোড় থেকে সামান্য দূরে দিলদারের বাড়ির দিকে এগোতেই দেখা গেল, বাড়ির পাঁচিলের পাশে বাঁশের ডগায় উড়ছে তৃণমূল কংগ্রেসের পতাকা।

পাশে: কড়িধ্যার ভাটিপাড়ায় নিহত দিলদার খানের শোকার্ত পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

পাশে: কড়িধ্যার ভাটিপাড়ায় নিহত দিলদার খানের শোকার্ত পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১২:৪২
Share: Save:

সিউড়ি থেকে কড়িধ্যা—পাঁচ কিলোমিটার রাস্তার এখানে ওখানে ছোট ছোট জটলা। জটলায় থাকা চোখগুলো যেন জরিপ করছে রাস্তা দিয়ে কে আসছে, কে যাচ্ছে। কে কার সঙ্গে কথা বলছে তার উপরেও যেন নজর। সোমবার কড়িধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান দিলদার খান (৩৯)। মঙ্গলবার দুবরাজপুর-সিউড়ি রাস্তা ধরে কড়িধ্যার ছোড়া ভাটিপাড়ায় তাঁর বাড়ি যাওয়ার পথে হয়েছে এমন অভিজ্ঞতা।

নিহত কোন দলের সমর্থক, তা নিয়ে সোমবার চাপানউতোরে জড়ায় বিজেপি এবং তৃণমূল। সামান্য সময়ের ব্যবধানে দু’পক্ষের দাবিকেই সমর্থন জানিয়েছিল পরিবার। এ দিন কড়িধ্যা মদ দোকান মোড় থেকে সামান্য দূরে দিলদারের বাড়ির দিকে এগোতেই দেখা গেল, বাড়ির পাঁচিলের পাশে বাঁশের ডগায় উড়ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। বেলা সাড়ে ১১টায় বাড়ির চারপাশে পুলিশের ভিড়। এক জন ডিএসপি, দু’জন সাব-ইনস্পেক্টর-সহ বিশাল বাহিনী হাজির সেখানে।

এত পুলিশ কেন, জানতে চাওয়ায় জবাব এল, ‘‘কালকের ঘটনার পরে এখানে টহল দিতে এসেছি।’’

সদর দরজার পরে এক তলা বৈঠকখানা। সেখানে বসে দিলদারের বাবা তহিদ খান। গত কালের কথা উঠতেই বলে উঠলেন, ‘‘বরাবর তৃণমূল করি। দিলদারও তাই করত। কাল ছোট বৌমার (মরিয়ম বিবি) সঙ্গে মনোনয়ন দিতে যাওয়ার সময় ওকে মেরেছে বিজেপির লোকেরা।’’

তাঁদের বাড়িতে উড়ল তৃণমূলের পতাকাও। মঙ্গলবার। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

মরিয়ম কাদের হয়ে মনোনয়ন দিতে গিয়েছিলেন জানতে চাওয়ায় জবাব এল, ‘‘তৃণমূলের।’’ কড়িধ্যা পঞ্চায়েতের সব সংসদেই তো প্রথম দফার মনোনয়ন পর্বে মনোনয়ন দাখিল করেছে তৃণমূল, কোন সংসদের প্রার্থী হতেন মরিয়ম? এ বার তহিদ বলেন, ‘‘আর কিছু বলব না।’’ মরিয়ম বিবি বা দিলদারের স্ত্রী লুৎফাবিবির সঙ্গে কথা বলার অনুমতি মেলেনি।

সিউড়ি থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিলদারের পরিবার। দাবি করা হয়েছে, বিজেপির স্থানীয় নেতা শ্যামসুন্দর গড়াইয়ের নেতৃত্বে ঝাড়খণ্ডের সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় মারা গিয়েছেন দিলদার। গত কালের ঘটনায় হাতে গুলি লেগেছিল শ্যামসুন্দরের। তিনি আপাতত বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন।

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘বিরোধী দলের কর্মী খুন হলে বিপাকে পড়়তে হতে পারে। সত্য যাতে সামনে না আসে, তাই শাসক দলের তৎপরতায় এত পুলিশ, এত পাহারা।’’

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ দিন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ি-র তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায় দিলদারের বাড়িতে যান। পরে বিধায়ক বলেন, ‘‘বিজেপি-র হামলায় আমাদের কর্মী দিলদার খুন হয়েছেন। ওঁর পরিবারের পাশে রয়েছি। ওঁর স্ত্রীর কর্মসংস্থান নিয়েও ভাবা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE