Advertisement
১১ মে ২০২৪

দায় ঠেলে দায়সারা কমিশন ও নবান্ন

শুধু তাই নয় সোমবার দিনভর ঘন্টায় ঘন্টায় ভোল বদলালো কমিশন! রাতে দফতর ছাড়ার সময় নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহ বলে যান,‘‘যা বলার আগামীকাল বলব। আজ কিছু নয়।’’ 

ভোট নিয়ে চুপ নির্বাচন কমিশন আর নবান্নের অন্দরমহল।

ভোট নিয়ে চুপ নির্বাচন কমিশন আর নবান্নের অন্দরমহল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৭:৩১
Share: Save:

আশ্বাস ছিল। বাস্তবে তা মিলল না। দায় কার এ প্রশ্নে সারাদিন উত্তপ্ত রইল রাজ্য নির্বাচন কমিশন আর নবান্নের অন্দরমহল।

শুধু তাই নয় সোমবার দিনভর ঘন্টায় ঘন্টায় ভোল বদলালো কমিশন! রাতে দফতর ছাড়ার সময় নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহ বলে যান,‘‘যা বলার আগামীকাল বলব। আজ কিছু নয়।’’ নবান্নে অবশ্য সন্ধ্যাতেই রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ জানিয়ে দিয়েছেন হিংসা হয়েছে সামান্যই। সূত্রের খবর, আজ, মঙ্গলবার পুনর্নির্বাচন, গণনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। অনেকের মতে, নবান্নের অবস্থান জেনেই কমিশনার যা বলার বলতে পারেন।

এ দিন দুপুরে নির্বাচন কমিশন জানিয়েছিল, পঞ্চায়েত ভোটে ৬ জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তাঁদের বক্তব্য, মৃত্যু সংক্রান্ত বা ভোটকেন্দ্রিক ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র দফতর রিপোর্ট দেওয়ার পরেই বলা যাবে।

স্বরাষ্ট্র দফতর কী ভাবছে তা অবশ্য নবান্নে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থের সাংবাদিক বৈঠকেই স্পষ্ট। তাঁর বক্তব্য, ‘‘গত বার প্রায় ২৫ জন মারা গিয়েছেন। এ বার মোট ১২টি মৃত্যুর ঘটনা দেখতে পাচ্ছি তার মধ্যে মাত্র ৬টা ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত।’’ তাঁর দাবি, সারা রাজ্য জুড়ে যদি দেখা যায় তা হলে এটা শতাংশের হিসেবে আসে না। তবে তিনি বলেছেন, ‘‘আমরা চাইছিলাম সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট। তা সত্ত্বেও কয়েক জনের মৃত্যু হয়েছে। তিন জন পুলিশ আহত হয়েছেন। ৬০-৭০ জন গ্রেফতার হয়েছে।’’

চুপ অমরেন্দ্র

• সরকারি ভাবে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য মেলেনি।

• কমিশনার দেখা করেননি। ফোন ধরেননি। টেক্সট মেসেজেরও জবাব দেননি। কমিশন ছাড়ার সময় শুধু বলেন, ‘‘যা বলার কাল বলব।’’

কমিশন সূত্রে জানা গিয়েছে:

মৃত্যু নিয়ে:

• দুপুরে ছ’জনের মৃত্যুর কথা জানানো হয়।

• সন্ধ্যায় বলা হয়, হিংসা সব নির্বাচনেই হয়। দুর্ভাগ্যজনক। মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট দেওয়ার পরেই জানানো যাবে।

ভোট নিয়ে সন্তুষ্ট?

• সন্তুষ্টির কোনও ব্যাপার নয়। যা প্রয়োজন, তা করা হয়েছে।

ভোট কি মোটের উপর শান্তিপূর্ণ?

• এখনই কিছু বলা হচ্ছে না।

নিরাপত্তা:

• নিরাপত্তা নিয়ে মুখে কুলুপ।

সূত্রের খবর, দুপুরে কমিশন ছ’জনের নাম জানিয়ে মৃতেদের প্রাথমিক তালিকা প্রকাশ করে দিয়েছিল। সেই ঘোষণার পরেই নবান্ন থেকে কমিশনে ফোন যায়। পুলিশের আগেই কমিশন কেন মৃত্যু নিয়ে মুখ খুলল, তা নিয়ে কার্যত ক্ষোভ উগরে দেন নবান্নের কর্তারা। বস্তুত, ডিজি’র দেওয়া মৃতের তালিকার সঙ্গে কমিশনের তালিকাও পুরোপুরি মেলেনি।

কমিশনের একটি সূত্র জানাচ্ছে, সকাল থেকেই পুলিশের ভূমিকায় ‘অখুশি’ ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। নবান্নের কয়েক জন কর্তার সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। ভাঙড়ের গোলমাল নিয়ে এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মাকে ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। কোচবিহারে ভোটারকে চড় মারার অভিযোগ ওঠে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। জেলা প্রশাসনের কাছে সেই ঘটনারও রিপোর্ট চান তিনি। কমিশনের এক কর্তার বক্তব্য, ‘‘কমিশনার চেষ্টা করেছেন।’’ রাজ্য পুলিশের ডিজিও বলেছেন, ‘‘আমাদের পুলিশ ভোটকর্মী থেকে সাধারণ মানুষ সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে।’’

অশান্তি নিয়ে ডিজির বক্তব্য, ‘‘পুরোপুরি রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে। কমিশনকে যে ভাবে বলেছিলাম তার থেকেও আরও বেশি ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের সামনে কোনও ঘটনা ঘটেনি।’’

পুনর্নির্বাচন নিয়েও ভোলবদল করেছে কমিশন। দুপুরে জানানো হয়, ৭টি জেলায় ১৩ বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে। কিন্তু সন্ধ্যায় বলা হয়, জেলা প্রশাসন, পর্যবেক্ষক, রির্টানিং অফিসারদের রিপোর্ট দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ, মঙ্গলবার ভোট পরবর্তী স্ক্রুটিনি রয়েছে। সেখানকার রিপোর্ট আসতে দুপুর গড়িয়ে যাবে। ফলে মঙ্গলবারের বিকেলের পরেই এ বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া নিয়ে আশাবাদী কমিশন।

কমিশনের কন্ট্রোল রুমে সন্ধ্যা পর্যন্ত হাজার খানেক অভিযোগ এসেছে। জেনারেল ইলেকশন মনিটরিং‌ সিস্টেমের (জেমস) মাধ্যমে ভোট পড়ার হিসাব সরাসরি কমিশনের দফতরে আসতে থাকে। কিন্তু কখনও কখনও তাতে বিভ্রান্তি তৈরি হয় ভোট শতাংশের হার নিয়ে। বিকেল পাঁচটা পর্যন্ত ৭২.৫০% ভোট পড়েছে। অনেক জায়গায় রাত পর্যন্ত ভোট চলেছে। ভোটদান ৮০% পেরিয়ে যাবে বলে মনে করছে কমিশন। কোথাও কোথাও পর্যবেক্ষকরা ফোন বন্ধ করে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। যা অস্বীকার করেছে কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE