শুধু নিজে ভাল হলেই চলবে না। মধ্যমানের কলেজগুলোও যাতে লেখাপড়া থেকে শুরু করে অন্যান্য বিষয়ে উৎকর্ষে পৌঁছতে পারে সেই দিশা দেখা দেখাতে হবে বেথুন কলেজকে। বুধবার বেথুন কলেজে মেয়েদের কমন রুম, প্রার্থনা কক্ষ, অডিটোরিয়াম, লিফটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এ কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আশপাশের কলেজগুলো যখন গড্ডলিকায় গা ভাসিয়েছে, তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেথুন কলেজ। বেথুনের শিক্ষিকা, পড়ুয়ারা যদি নিজেদের পঠনপাঠন, নিয়মশৃঙ্খলা, সংস্কৃতিচর্চার কথা অন্যান্য কলেজে গিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থাই লাভবান হবে।’’
গত কয়েক বছরে রাজ্যে অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো চালানোর মতো প্রয়োজনীয় যোগ্য লোক আছেন কি না, নিজেই সেই প্রশ্ন তোলেন। ‘‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিচু তলার জন্য লোক পাওয়া যায়, কিন্তু উপাচার্য হওয়ার লোক পাওয়া যায় না,’’ মন্ত্রীর গলায় আক্ষেপের সুর।