Advertisement
০৪ মে ২০২৪

কর্মীদের নিরাপত্তায় রাজনাথের কাছে যাবে বিজেপি

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং দলীয় কর্মীদের নিরাপত্তা চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের দ্বারস্থ হবে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০৩:২০
Share: Save:

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং দলীয় কর্মীদের নিরাপত্তা চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের দ্বারস্থ হবে বিজেপি।

দলের রাজ্য পদাধিকারী, জেলার পর্যবেক্ষক এবং মোর্চা সভাপতিদের সঙ্গে রবিবার বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। সেখানেই রাজ্য নেতারা বলেন, তৃণমূলের সন্ত্রাসে তাঁদের কর্মীদের অনেকেই ঘরছাড়া। গোসাবা, পিংলা-সহ কয়েকটি কেন্দ্রে বিধানসভা ভোটে দলের প্রার্থীদের বাড়িতেও হামলা হয়েছে। এই পরিস্থিতিতে রাজনাথের কাছে নিরাপত্তার আর্জি জানানো ছাড়া উপায় নেই। তার আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে-র কাছেও অভিযোগ জানানো হতে পারে। যাঁরা সন্ত্রাসের শিকার, তাঁদের মধ্যে অনেক মহিলা এবং তফসিলি জাতিভুক্ত মানুষ রয়েছেন। সেই কারণে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি জাতি কমিশনের কাছেও এ ব্যাপারে অভিযোগ জানাবে বিজেপি। দলের রাজ্য সভপাতি দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজনাথ সিংহের সঙ্গে দেখা করার তারিখ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে পরে ঠিক করা হবে।’’

আরএসএস নেতৃত্ব বৈঠক করে বিজেপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে অমলেন্দু চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন শুক্রবার। শিবপ্রকাশ এ দিনের বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ওই সিদ্ধান্তের কথা দলকে জানান। প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য সম্প্রতি দলের কোর কমিটিতে জায়গা পেয়েছেন। বিজেপি সূত্রের খবর, রাজ্য পদাধিকারীদের রদবদল হলে শমীককে সহ-সভাপতি করার কথা ভাবা হচ্ছে। উত্তর প্রদেশের ভোটে তাঁকে কাজে লাগানোর প্রস্তাবও দিয়েছেন শিবপ্রকাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Rajnath Singh Security TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE