কেন্দ্রীয় বাজেটে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার কথা বলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু সেই ঘোষণাকে আমল না-দিয়ে দিব্যি কেনাবেচা চলছে এই ‘বায়বীয় মুদ্রা’র। শুধু তা-ই নয়, বিটকয়েন কেনাবেচা করে আয়ের পথ দেখাতে শিক্ষা কেন্দ্রও খুলে বসেছেন অনেকে।
যেমন বিটকয়েন দিয়ে আয়ের পথ দেখাতে বিজ্ঞাপন দিয়েছে এন্টালির একটি সংস্থা। বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ফোন করে জানা গেল, ১৬০০ টাকার বিনিময়ে পাঁচ সপ্তাহে ১০টি ক্লাসেই শিখিয়ে দেওয়া হবে বিটকয়েন নিয়ে যাবতীয় কারিকুরি। এবং তার পরেই নাকি খুলে যাবে ‘আলিবাবার গুহা’! ফোনের ও-পারে থাকা মহিলার দাবি, গত সেপ্টেম্বর থেকে অনেকেই নাকি তাঁদের কাছে এই বিদ্যে শিখে প্রচুর আয় করছেন। কী ভাবে? তা বলতে রাজি নন তিনি। বললেন, ‘‘আমরা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে শেখাই। ফোনে এ-সব বলা যাবে না।’’ শুধু ওই সংস্থা নয়, নেট-দুনিয়ায় কলকাতায় বিটকয়েন কেনাবেচার আরও কয়েকটি সংস্থা রয়েছে। কিন্তু তারা এই বিদ্যে শেখায় কি না, সেটা স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, কেন্দ্র বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার পথে এগোবে। বিটকয়েন কেনাবেচা নিয়ে বারবার সতর্ক করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কও। কিন্তু এন্টালির ওই সংস্থার দাবি, ‘‘ও-সব ভুল কথা। সরকার বিটকয়েন থেকে কর নিয়ে এটাকে আইনসম্মত করে দেবে।’’