সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও এ বার প্রতিষেধক কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার শহরের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যকর্তারা। জানা গিয়েছে, কোভিশিল্ড প্রতিষেধক দেওয়ার জন্য কারা কেন্দ্র তৈরিতে ইচ্ছুক, তা এক দু’দিনের মধ্যে লিখিত ভাবে স্বাস্থ্য দফতরে জানাতে বলা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বৈঠকে জানানো হয়েছে, যে সব বেসরকারি হাসপাতালে ওই কেন্দ্র তৈরি হবে, সেখানে প্রয়োজনমতো কোভিশিল্ড পাঠাবে রাজ্য সরকার। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ছাড়াও অন্য গ্রাহকেরাও সেখান থেকে প্রতিষেধক পাবেন। তবে পুরো প্রক্রিয়া দেখভালের জন্য চার জন অফিসার, এক জন প্রতিষেধক প্রদানকারী, এক জন চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকেই। এ দিনের বৈঠকের পরে পিয়ারলেস, উডল্যান্ডস, অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা প্রতিষেধক কেন্দ্র তৈরির জন্য প্রস্তুত।
পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া বলেন, ‘‘ভ্যাকসিন কেন্দ্রে ইচ্ছুক বেসরকারি হাসপাতালকে পরিকাঠামো তৈরির পাশাপাশি আবেদন করতে বলা হয়েছে। সেখানে প্রতিষেধক নেওয়ার পরে কারও কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসার ব্যবস্থাও রাখতে হবে।’’ কিন্তু যদি কোনও প্রতিষেধক গ্রাহককে শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়, তা হলে তার খরচ সরকার বহন করবে কি না, সে বিষয়ে এ দিনের বৈঠকে স্পষ্ট আলোচনা হয়নি।