Advertisement
১৭ মে ২০২৪

মিড-ডে মিলে দুর্নীতি, টোকাটুকি মানলেন পার্থ

স্কুলে মিড-ডে মিলে দুর্নীতি এবং পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ বিধানসভা অধিবেশনে কার্যত মেনে নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় সোমবার স্কুলশিক্ষা দফতরের বাজেট নিয়ে বিতর্কে মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম। পাশাপাশি, পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ করেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:৪২
Share: Save:

স্কুলে মিড-ডে মিলে দুর্নীতি এবং পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ বিধানসভা অধিবেশনে কার্যত মেনে নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বিধানসভায় সোমবার স্কুলশিক্ষা দফতরের বাজেট নিয়ে বিতর্কে মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম। পাশাপাশি, পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ করেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। জবাবি বক্তৃতায় মিড-ডে মিলে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী পার্থবাবু বলেন, ‘‘আপনারা দলমত নির্বিশেষে এগিয়ে আসুন। আপনাদেরও দায়িত্ব আছে।’’ গণ টোকাটুকি নিয়ে অভিযোগের জবাবে মন্ত্রীর বক্তব্য, ‘‘এটা ঠিক যে, গণ টোকাটুকি চালু হয়েছে। কিন্তু এতে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক বা যাঁরা এতে ইন্ধন দিচ্ছেন, কাউকেই ছাড়া হবে না।’’

মিড-ডে মিলে যে চাল দেওয়া হয়, তার মান খারাপ বলে বহু দিনই ধরেই অভিযোগ রয়েছে। এ দিন বিধানসভাতেও সেই অভিযোগ ওঠে। পার্থবাবু জানান, চালের মান নির্ধারণ আধিকারিকরা এফসিআই-তে গিয়ে নমুনা সংগ্রহ করেন। তা সিল করে বিভিন্ন দফতরে পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আধিকারিকরা খেয়ে দেখেন, তার মান কেমন। স্কুলের এক জন শিক্ষক এবং এক জন রাঁধুনিও ওই খাবার খেয়ে দেখেন। বিরোধীদের কাছে পার্থবাবুর আহ্বান, ‘‘আপনারাও যান। আপনাদের অভিজ্ঞতাগুলো বলুন। কোথাও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’’

শিক্ষায় দুর্নীতির অভিযোগে সরব হন সিপিএম বিধায়ক রঞ্জিত মণ্ডলও। বাজেট বিতর্কে অংশ নিয়ে অভিযোগ করেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না বসেই এক জন ছাত্র ৪০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে গিয়েছে। তৃণমূল আমলে শিক্ষাজগৎ কতটা দুর্নীতিতে ভরে গিয়েছে, তা বোঝাতেই এই উদাহরণ পেশ করেন রঞ্জিতবাবু। পার্থবাবু জবাবি ভাষণে জানান, রঞ্জিতবাবুকে ওই অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ স্পিকারের কাছে জমা দিতে হবে। তা হলে তা খতিয়ে দেখে সরকার ব্যবস্থা নেবে।

এসইউসি বিধায়ক তরুণ নস্কর এ দিন স্কুলশিক্ষা দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে যথাক্রমে ১ এবং ১৩ ফেব্রুয়ারি। অর্থাৎ এ বছরের থেকে এক মাস এগিয়ে আনা হয়েছে ওই দুই পরীক্ষা। তার মানে স্কুলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন এবং পরীক্ষার প্রস্তুতির সময় কমিয়ে দেওয়া হল।’’ এ বিষয়ে এ দিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধেও প্রশ্ন তুলেছিলেন তরুণবাবু। তখন পার্থবাবু জানিয়েছিলেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করেননি। তবে তাঁরা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ গরমে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে সমস্যা হয়। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। তার ফলে প্রাথমিকে নিযুক্ত ১৮ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে এ দিন অভিযোগ করেন তরুণবাবু এবং শমীকবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE