Advertisement
০৪ মে ২০২৪

দেব কি ফের লোকসভায় প্রার্থী হবেন? তাঁর কথা ঘিরে জল্পনা কেশপুরে

দেব যখন হাত নেড়েছেন, পুরো স্কুলমাঠ হাততালিতে ফেটে পড়েছে। যখন গায়ে থাকা জ্যাকেট খুলেছেন, কয়েকশো ছাত্রছাত্রী ‘দেব- দেব’ চিৎকার হয়ে উঠেছে।

ঘাটালে মেলার উদ্বোধনে এসে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিচ্ছেন সাংসদ দেব। ছবি: কৌশিক সাঁতরা

ঘাটালে মেলার উদ্বোধনে এসে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিচ্ছেন সাংসদ দেব। ছবি: কৌশিক সাঁতরা

নিজস্ব সংবাদদাতা
কেশপুর ও ঘাটাল শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০১:৫৫
Share: Save:

দেব আসবেন। সকাল দশটা নাগাদই স্কুলে পৌঁছে গিয়েছিল বছর বারোর অঙ্কিতা বিশ্বাস। স্কুলের মাঠে পাতা শতরঞ্চির একেবারে সামনে বসেছিল। কাছ থেকে দেখতে হবে যে! দুপুর একটা নাগাদ দেব যখন পৌঁছলেন, কয়েকশো ছেলেমেয়ের সঙ্গে লাফিয়ে উঠেছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পরে অঙ্কিতা বলছিল, ‘‘আসলে দেবদাকে কাছ থেকে এই প্রথম দেখলাম। কী যে আনন্দ হচ্ছে! দেবদা আমার দিকে হাত নেড়েছে!’’

দেব যখন হাত নেড়েছেন, পুরো স্কুলমাঠ হাততালিতে ফেটে পড়েছে। যখন গায়ে থাকা জ্যাকেট খুলেছেন, কয়েকশো ছাত্রছাত্রী ‘দেব- দেব’ চিৎকার হয়ে উঠেছে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি নিজেও কেশপুরের ছেলে। কেশপুর সব সময়ই আমাকে ভীষণ টানে। আপনাদের আশীর্বাদ, ভালবাসা যেন আমার উপর সব সময় থাকে।’’ একাধিক কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার কেশপুরে আসেন সাংসদ দেব (দীপক অধিকারী)। শুরুতে আনন্দপুরের সাহসপুর ঘোষাল হাইস্কুলে। সাংসদ তহবিলের অর্থে এখানে তোরণ, মুক্তমঞ্চ, শ্রেণিকক্ষ হয়েছে। এ সবের উদ্বোধন করেন দেব। ঘটনাচক্রে, এই স্কুলের মাঠ থেকে পাঁচ বছর আগে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন দেব।

ফের কি দেব লোকসভায় প্রার্থী হবেন? জল্পনা কেশপুরে। মাস খানেক আগে ডেবরায় দলের এক কর্মসূচিতে গিয়ে দেব বলেছিলেন, ‘‘দিদি চাইলে ফের ভোটে লড়ব।’’ লোকসভা ভোটের আগে এ ভাবে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্কুলগুলিতে দেবের সফরকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তাঁদের মতে, দেব ভালই জানেন স্কুল, কলেজ পড়ুয়াদের মধ্যে জনপ্রিয় তিনি। তাই লোকসভা ভোটের আগে নিজের জায়গাটা আরও পোক্ত করে নিতে চেয়েছেন সাংসদ। এ দিন তিনি বলেওছেন, ‘‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে। শীঘ্রই দেখা হবে।’’

আরও পড়ুন: ‘গো ব্যাক’ স্লোগান তুলে বাবুলের মিছিলে হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের খোঁচা, ‘‘তৃণমূল তাই দেবকে মাঠে নামিয়েছে।’’ যদিও তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ‘‘দেব কেশপুরের ঘরের ছেলে। বারেবারে কেশপুরে এসেছেন। আবার আসবেন।’’

আনন্দপুরে শিশুদ্যানের শিলান্যাসে দেব বলেন, ‘‘কী ভাবে পাঁচ বছর কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না।’’ পরে একে একে যান আল- মদিনা অ্যাকাডেমি নামে এক মাদ্রাসায়, কুঁয়াই হাইস্কুল এবং আন্দিচক হাইস্কুলে।

আরও পড়ুন: স্নায়ুর যুদ্ধ যেন শুরু দাড়িভিটে

এ দিন বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ বিদ্যাসাগর মেলা। যুব কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেও ছিলেন দেব, সঙ্গে তারকা বিধায়ক দেবশ্রী রায়। মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। মেলা চলবে সাত দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Keshpur Dev
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE